বনফুলের গল্প সমগ্র pdf বই ডাউনলোড। একেই বলে বিড়ম্বনা। আমি একজন ডেলি প্যাসেঞ্জার সেদিন সমস্ত দিন আপিসে কলম পিষে উর্ধ্বশ্বাসে হাওড়ায় এসে লোকাল ট্রেনের একখানি থার্থ ক্লাসে বসে হাপাাঁচ্ছি। এমন সময় দেখি সামনের প্লাটফর্ম থেকে বোম্বে মেল ছাড়ছে আর তারই একটি কামরায় এমন একখানি মুখ আমার চোখে পড়ে গেল যাতে আমার সমস্ত বুক আশা আনন্দে দুলে ওঠল।
বহুদিন আগে আমার এক ছেলে তারকেশ্বর মেলা। দেখতে গিয়ে ভীড়ে কোথায় হারিয়ে যায়-আর ফেরেনি।অনেক খোজ-খবর করেছিলাম, কিছুতেই কিছু হয়নি। ভগবানের ইচ্ছা বলে মনকে প্রবোধ দিয়েছিলাম। আজ হঠাৎ তারই মুখখানি হ্যাঁ ঠিক সেই মুখটিই বম্বে মেলের একটা কামরায় দেখতে পেলাম।
আরও বই দেখুনঃ
- রূপসী বন্দিনী pdf বই ডাউনলোড
- শীর্ষেন্দু মুখোপাধ্যায় রহস্য সমগ্র pdf বই ডাউনলোড
- মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র pdf বই ডাউনলোড
- আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড
- ঢাকা সমগ্র ২ pdf বই ডাউনলোড
আর কি থাকতে পারি? তাড়াতাড়ি গিয়ে বম্বে মেলে উঠলাম। সঙ্গে সঙ্গে মেলও ছেড়ে দিলে। ট্রেণে ওঠে আবার ভাল করে দেখলাম- হ্যাঁ ঠিক সেই পাশে একটি বৃদ্ধও বসে আছেন। ভয়ে ভয়ে রুদ্ধ নিশ্বাসে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলি- আমাকে চিনতে পারিস? হা ইশ্বর সে উত্তর দিলে হিন্দীতে। হামরা নাম পুছঁতে হে? কেউ? হামারা নাম মদাহেও মিসর, ঘর ছাপরা জিলা।
সমস্ত মনটা যেন ভেঙ্গে গেল-মনে হল যেন দ্বিতীয়বার আমি পুত্রহারা হলাম। বৃদ্ধটি বললেন, হামারা লেড়কা হায় বাবুজি, আপ কেয়া মাঙতে হে! রুদ্ধকন্ঠে বলিলাম কিছু না! বেহারী ছাপরাবাসী পিতাপুত্রকে বিস্মিত করে দু-ফোটাঁ চোখের জল ও আমার শুস্ক শীর্ণ গালের উপর গড়িয়ে পড়ল। বর্দ্বমানে নামলাম। আবার Excess fare বাড়তি মাগুল দিতে হল।
সাধারণের চোখে হয়ত সে সুশ্রী ছিল না। আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে কিন্তু তাহাকে ভালবাসিতাম। তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না। তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখন ও দেখি নাই। দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল। সেই কুরূপা এবং চঞ্চলা মিনি আমার চিত্ত-হরণ করিয়াছিল! তাহার চোখ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম। মনে আছে তাহাকে একদিন নিভৃতে আদর করিয়া বলিয়াছিলাম ইচ্ছে করে তোমার চোখ দুটো কেড়ে রাখি। ওই দুটোই ত আমাকে পাগল করেছে। আমি সব চেয়ে ওই দুটোকেই ভালবাসি।
নিচে বনফুলের গল্প সমগ্র pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 14.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শ্রী বলাই চাদঁ মুখ্যপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন