বক্তা ও শ্রোতার পরিচয় pdf বই ডাউনলোড। আল্লাহর পথে দাওয়াত নবী-রাসূল ও তাঁদের অনুসারীদের জন্য জরুরী। আমাদের নবী মুহাম্মাদ সাঃ-এর মহান দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং ক্বিয়ামত পর্যন্ত তারঁ অনুসারীদের পালন করতে নির্দেশ দিয়েছেন।
এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল! আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পৌঁছে দিন। আপনি যদি এরূপ না করেন তবে আপনি তারঁ রিসালাত পৌঁছালেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ অস্বীকারকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না (মায়েদা ৬৭)।
আরও বই দেখুনঃ
- আপেক্ষিকতা pdf বই ডাউনলোড
- দ্য লাস্ট গার্ল pdf বই ডাউনলোড
- বজ্রযোগীর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- প্লেন ক্র্যাশ pdf বই ডাউনলোড
- হোমিওপ্যাথি চিকিৎসা pdf বই ডাউনলোড
আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাঃ-কে তারঁ পক্ষ থেকে অবতীর্ণ বিধি-বিধান তথা [অহি] মানুষের নিকট পৌঁছে দিতে বলেছেন এবং তা না পৌঁছালে তারঁ পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করলেন না বলে সতর্ক করে দিয়েছেন। সেই সাথে আল্লাহর পয়গাম পৌঁছাতে গিয়ে মানুষের পক্ষ থেকে কোন বিপদাপদ আসলে তিনি রক্ষা করবেন বলে প্রতিশ্রুতিও দান করেছেন।
শুধু তাই নয় সর্বশ্রেণীর মানুষ যে সঠিক পথ গ্রহণ করবে না সে কথাও অত্র আয়াতে ঘোষণা করেছেন। আল্লাহ প্রেরিত বিধান মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু-নবী-রাসূলগণের জন্য খাচ নয়; বরং সর্বযুগের সকল আলেমে দ্বীনের জন্য এ দায়িত্ব পালন করা আবশ্যক। এ প্রসঙ্গে আল্লাহ বলেন,অর্থাৎ- আপনি আপনার পালনকর্তার দিকে মানুষকে দাওয়াত দিন। আর আপনি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। (ক্বাছাছ ৮৭)।
অত্র আয়াতে আল্লাহ পাক নবীকে বলেন, আপনি তাওহীদের দাওয়াত দিন। অন্যথায় আপনি মুশরিকদের সহযোগী হবেন। কারণ তারা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয় না। অতএব যারা দ্বীন অবগত হওয়ার পর অন্যদের দাওয়াত দিবে না, তারা মুশরিকদের সহযোগী হবে এবং তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।
আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অর্থাৎ- আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন কুরআন বা সঠিক জ্ঞান এবং উত্তম উপদেশের মাধ্যমে। আর পছন্দনীয় পন্থায় প্রত্যুত্তর করুন (নাহল ১১৫)। অত্র আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাঃ-কে পবিত্র কুরআন ও উপকারী সুন্দর কথার মাধ্যমে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করেছেন। বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ ।
নিচে বক্তা ও শ্রোতার পরিচয় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | আমল বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.21 MB |
প্রকাশ সালঃ | ২০০৩ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুর রাযযাক বিন ইউসুফ |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন