প্রেম pdf বই ডাউনলোড। বাংলাদেশের অর্ধ লক্ষাধিক গ্রামের মধ্যে কুমিল্লা জেলার শোভারামপুর অন্যতম। গ্রামটার দক্ষিণে বিশাল ধানের মাঠ, উত্তর দিকে তিতাস নদী পূর্ব-পশ্চিমে প্রবাহিত। তখন শীতকাল, উত্তরে বাতাস পাকা ধান গাছের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সোনালি ঢেউয়ের সৃষ্টি করছে। চাষীরা ধান কাটতে ব্যস্ত। তখন বেলা প্রায় দশটা। এই গ্রামের ছেলে আনিসুর রহমান।
তার ডাক নাম পারভেজ, সে মাঠের ধারে বড় রাস্তার একটা শিরীষ গাছের তলায় বসে গভীর চিন্তায় মগ্ন। কেউ দেখলে ভাববে রোদ পোহাচ্ছে, কিন্তু পারভেজ নিজের পড়াশোনার ও ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছে।
আরও বই দেখুনঃ
- রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি pdf বই ডাউনলোড
- রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নি pdf বই
- চোখের সাধারণ সমস্যা ও ১০০ প্রশ্ন উত্তর
- আহবান pdf বই ডাউনলোড
- চোখের উচ্চচাপ গ্লুকোমা pdf বই ডাউনলোড
এমন সময় তার অন্তরঙ্গ বন্ধু জসিম এসে তাকে ঐ ভাবে বসে থাকতে দেখে তার নাম ধরে দু’তিনবার ডাকল।
পারভেজ বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেছে বলে বন্ধুর ডাক শুনতে পেল না। তাই দেখে জসিম একটু নিচু হয়ে পারভেজের একটা কাঁধে হাত রেখে নাড়া দিয়ে বলল, কিরে পারভেজ, এত গভীরভাবে কি এমন ভাবছিস, আমার ডাক শুনতে পেলি না?।
পারভেজ কোনো কথা না বলে শুধু তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে
রইল। জসিম আবার বলল, কিরে কথা বলছিস না কেন? দশটা বাজে হুঁশ নেই বুঝি? স্কুলে যাবি না?
এবার পারভেজ বাস্তবে ফিরে এসে প্রথমে সালাম দিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আজ স্কুলে যাব না ।
জসিম সালামের উত্তর দিয়ে বলল, কেন? তোদের বাড়িতে কি কিছু হয়েছে? পারভেজ বলল, কিছু হোক বা না হোক তা তোর জানার দরকার নেই। সেটা আমাদের পারিবারিক ব্যাপার । জসিম আহতস্বরে বলল, তুই একথা বলতে পারলি? তোদের পরিবারের কোনো কিছু তো আমার অজানা নয়। পারভেজ চিন্তার মধ্যে ছিল বলে কথাটা বলে ফেলেছে। জসিমের কথায় ভুল বুঝতে পেরে বলল, তুই কিছু মনে করিসনি, আজ মনটা ভাল নেই। মাফ করে দে ভাই।
জসিম বলল, কেন তোর মন খারাপ, না শোনা পর্যন্ত মাফ করব না। পারভেজ যেদিন রামকৃষ্ণপুর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, সেই দিনই জসিমের সঙ্গে তার পরিচয় হয়। জসিম ছাত্র হিসাবে ভাল না হলেও তার আচারctiv ব্যবহার, স্বভাব-চরিত্র খুব সুন্দর। তার আর একটা বড় গুণ হল, ছোটবেলা থেকে খুব to মাধবপুরে বাঁশী বাজাতে পারে। তার বাঁশীর সুর শুনে ছোট বড় সবাই মুগ্ধ হয়।
নিচে প্রেম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 25.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | কাসেম বিন আবুবাকার |
অনুবাদকঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন।