প্রাথমিক কোয়ান্টাম রসায়ন pdf বই ডাউনলোড । সনাতন পদার্থবিদ্যার (Classical physics) সকল ঘটনা তাপগতিবিজ্ঞানের সূত্র এবং তড়িৎ ও চুম্বকের সনাতন সূত্রের ভিত্তিতে ব্যাখ্যা করা সম্ভব। উনবিংশ শতাব্দির শেষভাগ পর্যন্ত পদার্থবিদদের এমন ধারণা করার যথেষ্ট কারণ ছিল।
এটি সত্য যে, নিউটনের গতি সূত্রের ভিত্তিতে সনাতন বলবিদ্যা দ্বারা স্থুল বস্তুর গতি সাফল্যজনকভাবে ব্যাখা করা সম্ভব। বর্তমান শতাব্দী পর্যন্ত মনে করা হতো, সনাতন ধারণ এবং সূত্র পরমাণুর মতো ক্ষুদ্রবস্তুর ক্ষেত্রেও প্রয়োগ করা যায।
কিন্তু এ পর্যন্ত প্রাপ্ত পরীক্ষামূলক তথ্য এটিই প্রমাণ করে যে, নিউক্লিয়াস ও মৌলিক কণিকার (Fundamental Particles) মতো অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রে সনাতন বলবিদ্যার (Classical mechanics) প্রয়োগ ব্যর্থ হয়।
পরমাণু, নিউক্লিয়াস ও মৌলিক কণিকার আওতাধীন ঘটনাকে সাধারণত কোয়ান্টাম ঘটনা (Quantaum phenomemon) বলে। এসব ঘটনার সাথে সম্পৃক্ত বিষয় কোয়ান্টাম পদার্থবিদ্যার (Quantaum physics) অন্তর্গত। আজকাল কোয়ান্টাম পদার্থবিদ্যার মৌলিক গাণিতিক তত্ত্ব কোয়ান্টাম বলবিদ্যা (Quantaum mechanics) নামে পরিচিত।
আরও দেখুনঃ চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স pdf বই ডাউনলোড রসায়নের শত গল্প pdf বই ডাউনলোড দুর্ঘটনায় প্রাথমিক পরিচর্যা pdf বই ডাউনলোড থিওরি অফ রিলেটিভিটি pdf বই ডাউনলোড হোম নার্সিং pdf বই ডাউনলোড
প্রকৃতপক্ষে প্রচলিত সনাতন বলবিদ্যার সাহায্যে রেডিয়েশন ও উপ-পারমাণবিক জগতের (Sub-atomic world) আচরণ ব্যাখ্যার ক্ষেত্রে যে ব্যর্থতা সৃষ্টি হয়, সে ব্যর্থতার ধারণা থেকেই কোয়ান্টাম বলবিদ্যার উৎপত্তি ঘটে। ১৯০০ সাল থেকেই এ ধারণা একটি রূপ নিতে শুরু করে।
উপ-আনুবীক্ষনিক (sub microsopic) অঞ্চলের বিভিন্ন ঘটনা, যেমন কৃষ্ণবস্তুর বিকিরণ (black body radiation) আলোক-তড়িৎ ফলাফল (photoelectric effect) এবং কম্পটন ফলাফল কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তি রচনায় সহায়ক ভূমিকা পালন করছে।
সত্য কথা বলতে কি, বলবিদ্যার জগতে কোয়ান্টাম বলবিদ্যা একটি বিপ্লব বলা যায়। কোয়ান্টাম বলবিদ্যা বিভিন্ন বুনিয়াদি পরীক্ষার ভূমিকা অনুধাবনের জন্য সনাতন বলবিদ্যা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো।
বস্তুর গতি বর্ণনায় দুটি মৌলিক সমীকরণ ব্যবহৃত হয়। এরা সনাতন বলবিদ্যার মূল সমীকরণ। এদের একটি হলোঃ E = 1/2mv2+VG মোট শক্তি = গতিশক্তি + স্থৈতিক শক্তি।
নিচে প্রাথমিক কোয়ান্টাম রসায়ন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নূর পাবলিকেসন্স |
বইয়ের ধরণঃ | বিজ্ঞান |
বইয়ের সাইজঃ | 3.17 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ডাঃ সুভাষ চন্দ্র পাল |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন