পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প pdf বই ডাউনলোড। পৃথিবীর শ্রেষ্ঠ ভুতের গল্প পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হল। বিদেশের সেকাল এ একালের ভুতের গল্প লেখকদের মূল গল্পগুলি সংগ্রহ, সেগুলির সুষ্ঠু ও সাবলীল অনুবাদের ব্যবস্থঅ ও মুদ্রণ এবং ছয়শতাধিক পৃষ্ঠার বৃহৎ গ্রন্থখানির মুদ্রণ পারিপাট্যের প্রতি দৃষ্টি রাখা সত্যি এক দূরূহ দায়। পাঠক-সাধারণের শুভেচ্ছা ও আশীবার্দকে স্মরণ কবে সাধ্যমতো সে দায় বহন করতে চেষ্টা করেছি।
প্রথমেই মনে একটা প্রশ্ন জাগে ভূত কি? ভূত কাকে বলা হয়? এক কথায় এ প্রশ্নের জবাব দেওয়ার শক্ত হলেও বলা যায়ঃ কোনও মৃত ব্যক্তির আত্মা যখন অশরীরী হয়ে জীবিতদের মাঝে ফিরে আসব তখনেই সে আসে ভূত হয়ে।
আরও বই দেখুনঃ
- আমাদের শাদা বাড়ি pdf বই ডাউনলোড
- একটা ভূতের গল্প pdf বই ডাউনলোড
- শ্রেষ্ঠ গল্প pdf বই ডাউনলোড
- আমাদের শাদা বাড়ি pdf বই ডাউনলোড
- আনন্দমেলা ভূতের গল্প সংকলন pdf বই ডাউনলোড
শতাব্দীর পর শতাব্দী ধরে ভূত বলতে মানুষ এই বিশ্বাসকেই আকঁড়ে ধরে আছে। ফরাসী ভাষায় ভূতকে বলা হয় Revenant-যে মুত্য-পুরী থেকে ফিরে এসেছে। ভূত নানা রকমের হতে পারে। লোকে সাধারণভাবে বিশ্বাস করেঃ যে মানুষ কোনও অশুভ পরিবেশে রহস্যজনকভাবে অথচা দুর্ঘটনায় মারা যায় সেই ভূত হয়ে ফিরে আসে তার পূর্ব বাসস্থানে শান্তির প্রত্যাশায়।
অনেক সময়-ই কোনও ভূতুড়ে বাড়িকে ভেঙে ফেলতে বা সংস্কার করতে গিয়ে তার মধ্যে কোনও গুপ্ত কক্ষে বা সুড়ঙ্গের মধ্যে নব-কংকাল পাওয়া যায়। সেই কংকালকে কবর দিয়ে সৎকার করার পরে অনক সময় ভুতের উপদ্রব চলেও যায়। আবার অনেক ক্ষেত্রে শুভকামী ও কল্যাণার্থী ভুতের গল্পও শোনা যায়।
পাকা,চুল,মিষ্টি চেহারার বুড়ি ভূতরা অনেক সময় অসহায় আশ্রয়হীন শিশুদের আদর করে,যত্ন করে, রাতের বেলা এসে গুশ পাড়িয়ে দেয়। এককথায় মন্দ হোক আর ভাল, হোক চঞ্চল হোক আর শান্ত হোক ভূতরা মৃত্যুপুরী থেকে ফিরে আসে। আমাদের সামনেই চলাফেরা করে, এমন কি কথাও বলে-যেভাবেই হোক তাদের অস্তিত্বকে আমরা অনুভব করতে পারি অতএব ভূত আছে। অনেকেই তাদের দেখতেও পায়।
কিন্তু বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ। কাজেই ভূত সম্পর্কে মানুষের বিশ্বাসের রূপান্তর ঘটছে- ঘটতে বাধ্য। আজকের মানুষের দৃঢ় বিশ্বাস: ভূত আছে, কিন্তু তারা। দেহধাবী জীবন না হয়ে একধরণের অস্তিত্বমাত্র- বলা যেতে পারে, তারা টিভি বা পর্দায় দেখা ছবির মতো। তুলনাটা খুবই উপযোগী ।
নিচে পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | তুলি-কলম |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 56.9 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অনিরুদ্ধ চৌধুরী |
অনুবাদঃ | মনীন্দ্র দত্ত-গং |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন