পুর্ণাঙ্গ মানব জীবন pdf বই ডাউনলোড। মহান আল্লাহর পরিচয়- আল্লাহ খালেক [সৃষ্টিকর্তা] মহান আল্লাহ আসমান, যমীন এবং এর মধ্যে যা কিছু আছে, সবই সৃষ্টি করেছেন। তিনি [আল্লাহ] সঠিকভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যখন তিনি কোন কিছু সম্পর্কে বলেন হয়ে যাও, তখনই তা হয়ে যায়। তারঁ কথাই সত্য এবং সর্বত্র তারঁই রাজত্ব চলছে। (আনআম-৭৩)
আল্লাহ তিনিই, যিনি আকাম মন্ডল ও যমীন এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। [সাজদা-৪] আবু হুরাইরা [রা.] থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাঃ- আমার হাত ধরে বললেন, আল্লাহ শনিবার মাটি সৃষ্টি করেছেন, রবিবার দিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সোমবার দিন গাছপালা সৃষ্টি করেছেন, মঙ্গলবান দিন খারাপ জিনিসসমূহ সৃষ্টি করেছেন, বুধবার নুর সৃষ্টি করেছেন, বৃহস্পতিবার দিন জীবজন্তু সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শেষ দিকে শুক্রবার দিন শেষ প্রহরে আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে আদম আ.কে সৃষ্টি করেছেন। (মুসলিম) ।
আরও কিছু বই দেখুনঃ
- জিরো টু ওয়ান pdf বই ডাউনলোড
- বক্তা ও শ্রোতার পরিচয় pdf বই ডাউনলোড
- দ্বিতীয় মানব pdf বই ডাউনলোড
- লাল মানব pdf বই ডাউনলোড
- হরিপুরের হরেক কাণ্ড pdf বই ডাউনলোড
আল্লাহ রব (প্রতিপালনকারী)- আল্লাহ সব কিছু সৃষ্টি করে তার লালন-পালন, নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন রব হিসেবে। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের সব কিছু লালন-পালন করেন। (ফাতেহা)
তিনি আকাশ মন্ডল, যমীন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, প্রতিপালন করেন, যদি তোমরা দৃঢ় বিশ্বাসকারী হও (দোখান-৭)। আবু হুরাইরা রা.- হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাঃ বলেছেন, আল্লাহ রহমতকে একশত অংশে বিভক্ত করে তারঁ নিকট নিরানব্বই অংশ রাখলেন এবং অবশিষ্ট এক ভাগ পৃথিবীতে বন্টন করলেন। তার দ্বারা সৃষ্ট জীবন পরস্পর মায়া-মমতায় আবদ্ধ। এমনকি চুতস্পদ জন্তু তার বাচ্ছাকে বিপদ থেকে বাচাঁবার জন্য তার ক্ষুর উত্তোলিত করে। (বুখারী-মুসলিম)
আল্লাহর অসীম রহমত দ্বারা সৃষ্টির সব কিছু লালন-পালন করেছেন, যেমন মা স্নেহ-মায়া দ্বারা সন্তান লালন-পালন করেন। তবে মায়ের তুলনায় আল্লাহর মহব্বত অনেক বেশি যার দৃষ্টান্ত উল্লেখিত হাদীসে আছে। এই পূর্ণাঙ্গ মানব জীবন বইটি যদি আপনারা সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে পুর্ণাঙ্গ মানব জীবন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রফেসর’স পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | আল্লাহ ও কুরআন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.7 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৭ সাল |
বইয়ের লেখকঃ | অধ্যাপক মাওলানা হারুনুর রশীদ খান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন