পুতুলের মতো মেয়ে pdf বই ডাউনলোড। অনন্যা পড়ি কি মরি করে যখন চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছায়, তখন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের গার্ড তার সংকেত সবুজ পতাকা দুলিয়ে ফেলেছেন, ড্রাইভারও সবুজ সংকেত পেয়ে যথারীতি আস্তে আস্তে ট্রেনে চালানো শুরু করে দিয়েছে। ট্রেনটাও অজগরের মতো চলতে শুরু করে দিয়েছে। সূলভ শ্রেণীর একটা টিকেট আগেই কাটা ছিল।
সব সময় ব্যবহার করা ভ্যানিটি ব্যাগটা ছাড়াও হাতে আরো দুটো মাঝারি সাইজের ব্যাগ, যাতে নিজের কাপড়-চোপড়, বইপত্র, এটা-সেটা । ট্রেন চলতে শুরু করেছে দেখেই ব্যাগ দুটোকে কোনোমতে টেনেহিচঁড়ে বগলদাবা করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকে অনন্যা।
আরও বই দেখুনঃ
- আরো একটুখানি বিজ্ঞান pdf বই ডাউনলোড
- চোখ pdf বই ডাউনলোড
- আজ হিমুর বিয়ে pdf বই ডাউনলোড
- নষ্ট মেয়ে pdf বই ডাউনলোড
- পুতুল pdf বই ডাউনলোড
হাঁপাতে হাঁপাতে প্লাটফরমের একেবারে শেষ প্রান্তে এসে শেষমেশ চলন্ত ট্রেনটার নাগালাও পায় এবং জীবনের ঝুকি নিয়ে অনেক কসরতের পর কোনোমতে তাতে ওঠে ও। এত জোরে ছুটলে যা হয়, ট্রেনের কামরায় উঠেও হাপাঁতে থাকে, চোখ বন্ধ করে প্রচন্ড রকম হাপাঁতে থাকে। চারদিকে একবার যে তাকিয়ে দেখব তাও আর পারে না। দেখুন, এটা কিন্তু এসি কম্পার্টমেন্ট ।
কন্ঠস্বর শুনেই চমকে তাকায় অনন্যা। মাঝারি সাইজের এসে কামরা । কামরায় কথা বলা এই এক ভদ্রলোক ছাড়া আর কেউই নেই। তখনো হাপাঁচ্ছে । হাপাঁতে হাপাঁতেই ভদ্রলোকের দিকে ভালো করে এবার তাকায়। দেখতে শুনতে স্মার্ট, কেতাদুরস্ত, গায়ের রঙ শ্যামলা, চোখে দামি সোনালি ফ্রেমের চশমা, চশমার ওপাশে।
বড় বড় দুটো চোখ, সপ্রতিভ জ্বলজ্বল চোখ, ব্যাকব্রাশ চুল, পরনে বেশ দামি ইংলিশ স্যুট এবং সঙ্গে রঙ ম্যাচ করা মানানসই চাই। প্রায় ছয় ফুট উচ্চতার পঞ্চাশোর্ধ্ব মানুষটার দিকে তাকিয়ে চলন্ত ট্রেনের কামরার এক কোণে আরো জড়োসড়ো হয়ে দাড়াঁয় অনন্যা।
এই যে, আমার কথা শুনতে পাননি আপনি? মাথা নিচু করে কোনোমতে বলে অনন্যা, জি, পেয়েছি। তো চুপ করে আছেন যে ? আমার কাছে টিকেট আছে। অনন্য কোনোমতে বলে, তবে সেটা সুলভ শ্রেণীর। জানি জানি শুনেই চকিতে মুখ তুলে তাকায় অনন্যা। জানেন? ভদ্রলোক আবার বলেন, জি জানি। অবাক না হয়ে পারে না। কী জানেন! মিষ্টি হাসেন ভদ্রলোক।
নিচে পুতুলের মতো মেয়ে এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | প্রণব ভট্ট |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন