পার্ল মেইডেন pdf বই ডাউনলোড । মাঝরাত পেরিয়ে গেছে পুরো দুই ঘন্টা আগে, তারপরও সিরীয়া উপকূলের সিজারিয়ার বেশির ভাগ মানুষই জেগে; উৎসব চলছে শহরটায় । রোমানদের প্রত্যক্ষ আশীর্বাদে প্যালেস্টইনের ক্ষমতায় এসেছেন রাজা হেরড এগ্রিপা। তাদের তো খুশি রাখতেই হবে ।
গোটা সাম্রাজের শক্তিশালী সমস্ত যোদ্ধা, সেই সঙ্গে হাজার হাজার সৈনিক নিয়ে বিশাল এক বাহিনী গড়েছেন সম্রাট ক্লডিয়াস। সাময়িক অগ্রযাত্রার এই পর্যায়ে ওটা এসে পৌছেছে সিজারিয়ায়; তাদের সম্মানের এই উৎসব ।
সাগর পারের গোট সৈকত জুড়ে খাটানো হয়েছে অসংখ্য তাবু, তারপরও জায়গা হয়নি এই বিপুল সংখ্যক সৈন্যদের, এছাড়া উৎসবে যোগ দিতে দূর-দূরান্ত থেকে আসা বাড়তি লোকজন তো আছেই; জনসংখ্যার ভারে নাভিশ্বাস বেরিয়ে যাচ্ছে গোটা শহরের ।
সারাইখঅনগুলো ভরে গেছে বহু আগে, সুযোগ বুঝে সাধারণ বাসিন্দারা উপরি কামানোর ইচ্ছেয় নিজেদের বাড়িঘর ভাড়া দিতে শুরু করেছিল, সেগুলোতেও আর জায়গা নেই । বসার ঘর, করিডর, চিলেকোঠা আর ছাদ দখল শেষে বাগান পযন্ত পৌছেছে ভাড়াটেরা নবাগতরা এখন থাকছে রাস্তার পাশেও ।
আরও দেখুনঃ বাংলাদেশী লোক চিকিৎসা pdf বই ডাউনলোড শিশু পালন pdf বই ডাউনলোড
সূর্য ডোবার পর থেকে চঞ্চল হয়ে উঠেছে গোটা নগরী, যেন মৌমাছির চাক..ভরে গেছে গুঞ্জনে । রাত গভীর হতেই থেমেছে আনন্দোৎসব, বেহেড মাতালরা পড়ে রয়েছে এখানে সেখানে, আর আধ-মাতালরা যার যার থাকার জায়গায় ফিরতে ফিরতে আালেচনা করছে সারাদিনের আনন্দময় সার্কাস, মল্লযুদ্ধ, নাচ-গান এসব নিয়ে। চোখে ঘুম নেই তাদের,গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে পরদিনের জন্য ।
ছোট একটা পাহাড়ের উপরে সিজারিয়ার বন্দিশালা, আ্যাস্ফিথিয়েটারের খুব কাছে । ওখানে আটকে থাকা মানুষগুলোর প্রতিক্রিয়া অবশ্য বাকিদের চেয়ে একদমই এলাদা। গরাদ লাগানো জানালা দিয়ে ভেসে আসা হৈ-হুল্লোড়ের আওয়াজে মোটেই আনন্দিত হয় না ওরা,ভয় ও বিতৃষ্ণায় মুখ কুঁচকে ফেলে ।
কারণ উন্মাত্ত জনতাকে আনন্দ যোগাতে হয় । বন্দিশালার একটা অংশে আছে মেলফ্যাক্টর বা অসৎকর্মী নামে পরিচিত একশোর মত ইহুদি। বিভিন্ন রাজনৈতিক অপরাধের অভিযোগে আটক করা হয়েছে । তাদেরকে লড়তে হয় আরেক অংশে আটক হয়ে থাকা একদল বেদুঈনের সঙ্গে ।
নিচে পার্ল মেইডেন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 17.1 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদঃ ইসমাইল আরমান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন