পরীক্ষায় ভালো করার কৌশল pdf বই ডাউনলোড । অনেকের কাছেই পরীক্ষা একটি ভয়ের বিষয়। পরীক্ষঅর কথা শুনলে তাদের মুখে রক্ত জমে যায়, শুরু হয় বুক ধড়ফড়। কখনো কখনো বয় এমনই প্রবল হয়ে ওঠে যে কারো কারো পরীক্ষাই এলোমেলো হয়ে যায়।
কিন্তু তীব্র প্রতিযোগীতার যুগে নিজেকে যোগ্য এবং দক্ষ হিসেবে প্রমাণ করার অন্যতম রাস্তা হলো পরীক্ষায় ভালো ফল করা। একাডেমিক যে কোনো পেশায় ঢুকতে গেলে তার পাসপোর্ট হিসেবে কার করে পরীক্ষার রেজাল্ট। প্রতিযোগিতামূলক চাকরি করতে মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই লাগবে। আর পরীক্ষায় না বসে কোনো কোয়ালিফিকেশন অর্জন করা সম্ভব নয়।
পরীক্ষা কারে কাছে ভীতির আবার কারো কাছে আনন্দের। যাদের কাছে আনন্দের তারা কোনো পরীক্ষায় অংশগ্রহণে মোটেই ভয় পায় না। তারা সবসময়ই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে ভালো রেজাল্ট করে। কারণ, এদের মনে থাকে আত্মবিশ্বাস।
আর এই আত্মবিশ্বাস তাদেরকে নিয়ে যায় সুনিশ্চিত বিজয়ের পথে, ব্যক্তিগত লক্ষ্য পূরণের রাস্তায়। পরীক্ষার ভয় কি জিনিস তারা জানে না। তারা নিজেদের ওপর আস্থা রাখে এবং তারা যে কোনো প্রতিযোগীতায় টিকে থাকতে যথেষ্ঠ তৈরি।
পরীক্ষা নিয়ে ভয় পাবার কিছু নেই। পরীক্ষা সামাল দেওয়ার রাস্তা একটাই – নিজেকে এই যুদ্ধের জন্যে প্রস্তুত করা। আমরা আপনাকে সেই যুদ্ধের জন্য প্রস্তুত করে দেবো। এমনভাবে তৈরী করে দেবো যে পরীক্ষাভীতি মন থেকে দূর তো হবেই, পরীক্ষায় অবশ্যই ভালো ফল করতে পারবেন। আপনি যতই খারাপ ছাত্র হন, যদি আমাদের নির্দেশমতো পড়াশুনা করেন, নিশ্চয়তা দিচ্ছি সাফল্য কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
আরও দেখুনঃ মাইন্ড রিডার pdf বই ডাউনলোড লিওনার্দো দা ভিঞ্চির নোটবুক pdf বই ডাউনলোড
যারা সত্যি পরিক্ষায় ভালো ফল করতে চান তাদের জন্যে এই বই। তবে এ বই হাতে পেলেই যে আশ্চর্য ফল পেতে শুরু করবেন তা নয়। বইয়ের নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলুন। দেখবেন পরীক্ষায় আশাতীত ভালো ফল করেছেন। তা হলে আসুন, আপনাদের সাফল্য কামনা শুরু করি।
পরীক্ষা যাদের কাছে ভীতিকর, বিভিন্ন বিষয়ের ওপর তাদের কোনো প্রতিষ্ঠিত ভিত্তি নেই। যেমন ‘রচনা’র কথা ধরা যাক। রচনা লেখার সময় ভাবপ্রকাশ খুব কঠিন হয়ে যায় অনেকের জন্যে।
নিচে পরীক্ষায় ভালো করার কৌশল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পাঞ্জেরী পাবলিকেশন বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 22.9 MB প্রকাশ সালঃ 2002 ইং বইয়ের লেখকঃ অনীশ দাস অপু
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now