Thursday, November 20, 2025
Homeউপন্যাসপদক্ষেপ pdf বই ডাউনলোড

পদক্ষেপ pdf বই ডাউনলোড

পদক্ষেপ pdf বই ডাউনলোড । -আপনি একজন বড় স্কলার, তাই না?
এসব কথা থাক। এক গাদা ডিগ্রি কোনও কাজে লাগে না।
-কিন্তু এ ব্যাপারটাকে আমি বিশেষ গুরুত্ব সহকারে দেখছি।
কেন দেখছেন? ডিগ্রি দিয়ে কিছূ হয় না।

আপনি মাধ্যামিকে প্রথম কুড়িজনের মধ্যে ছিলেন। সাধারণত এই পর্যায়ের রেজাল্ট যারা করে তারা সায়েন্স নিয়ে পড়ে এবং ডাক্তারি বা প্রযুক্তির লাইনে যায়, আপনি তা যাননি। আপানি আর্টস পড়ে। কেন বলুন তো?

আমার কলকব্জার ব্যাপারও ভাল লাগত না, ডাক্তারিতেও আগ্রহ ছিল না। ইতিহাসে আামর খুব ইন্টারেস্ট ছিল বরাবরই। ইতিহাসে আমি সবসময়েই ভাল নম্বর পেতাম।

ভাল কথা। সবাই ডাক্তার-ই্ঞ্জিনিয়ার হোক এটা কাম্যও নয়। বিশেষ করে এখন ইঞ্জিনিয়ারদের বাজার পড়তির দিকে। গত কয়েক দশকে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং বিষয়ে বহু ছাত্র পাশ করে বেরোনোর ফলে চাকরিতে টান পড়েছে। বিদেশেও তাদের ছাঁটাইয়ের মুখে পড়তে হচ্ছে। ডাক্তার অবস্থা হয়তো একটু বেটার। কিন্তু নাম না করলে ডাক্তারদের পশার নেই।

আপনি প্রফেশনের কথা ভাবছেন তো! আমি যখন লেখাপড়া করতাম তখন পেশা নিয়ে কিছু ভাবিনি। পড়শুনো করতাম নেশার মতো। তবে আমি জানতাম ইতিহাস পড়ে খুব মোটা মাইনের চাকরি পাওয়ার আশা নেই, বড়জোর একটা অধ্যাপনা।

আরও দেখুনঃ
বাঙালি মুসলমানের মন pdf বই ডাউনলোড
আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড

-শেষ পর্যন্ত আপনি তাই পেয়েছেন, এতে কি আপনি খুশি?
হ্যাঁ, অখুশি হওয়ার কী আছে বলুন। আমি তো স্বেচ্ছায় আমার বিষয় নির্বাচন করেছি। ভবিষ্যৎ জানাই ছিল।
-আপনি তো ল-ও পড়েছেন। যতদূর জানি এল এল বি-তেও আপনি ভালই ফল করেছিলেন।
হ্যাঁ, আমাদের সম্পত্তি ঘটিত একটা দীর্ঘস্থায়ী মামলা ছিল। আমরা উকিলের আর আদালতের পিছনে অনেক খরচ করেছি। বাবা আমাকে ল পড়তে বলেন ওই মামলা চালানোর জন্যই।
-মামলা কি আপনি চালিয়েছেন?
খানিকটা সাহায্য করেছিলাম বৈকি!
-মামলাটা আপনারা শেষ পর্যন্তও জিতেও যান।
হ্যাঁ।
-তাহলে আপনি ওকালতিও খারাপ করতেন না।

করলে হয়তো ভালই করতাম। কিন্তু আপনাকো তো বলেছি, আমার ওসব ভাল লাগে না। আমি লেখাপড়া নিয়ে থাকতে ভালবাসি, আর আমার প্রিয় বিষয় হল ইতিহাস। কিন্তু আপনি যে কেসটার তদন্ত করছেন তাতে আমার কোয়ালিফিকেশন কোন প্রসঙ্গে আসছে?

নিচে পদক্ষেপ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

পদক্ষেপ pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 1.07 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site