নুরুল এবং তার নোট বই pdf বই ডাউনলোড । ঢাকায় এসে আমি একেবারে বেকুব হয়ে গেলাম। কোথাও মিলিটারির কোনো চিহ্ন নাই, দোকানপাট খোলা, গাড়ি চলছে। বাস চলছে, রাস্তাঘাটে মানুষজনের ভিড়। ছােট ছােট বাচ্চারা গল্প করত করতে স্কুলে যাচ্ছে, দেখে কে বলবে দেশে একটা যুদ্ধ চলছে।
অথচ ঢাকার বাইরে কী অবস্থা! ট্রেনে এসেছি আজ, ময়মনসিংহ থেকে ঢাকা আসতে লেগেছে এগার ঘন্টা, গৌরীপুরে চার ঘন্টা ট্রেন দাড় করিয়ে রাখল। শুধু কি তাই? মাঝখানে হঠাৎ এক জায়গায় থামিয়ে দুইজন মিলিটারি চারজন মানুষকে টেনে বাঁশঝাড়ের পিছনে নিয়ে গেল।
গুলির শব্দ হল কয়েকটা— তারপর মিলিটারিগুলি সিগারেট টানতে টানতে ফিরে এল। সত্যি কথা বলতে কী সবার সামনে গুলি করে বসে নি বলে আমার মিলিটারিগুলীর প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বােধের জন্ম হয়ে গেল। ভয় যে হচ্ছিল না তা নয়। বেশি ভয়ে পেলে আমার আবার বাথরুম চেপে যায়, ট্রেনের বাথরুমের যা অবস্থা যাওয়ার উপায় নাই, চেপে বসে রইলাম। মনে হতে লাগল কেন খামাখা বের হতে গেলাম, বাড়িতে থাকাই তো ভালো ছিল।
কিন্তু বাড়িতে থাকি কেমন করে? প্রথম প্রথম এক দুইদিন একটু পিকনিক পিকনিক মনে হয়। তারপর মহা যন্ত্রণা। ভালো সিগারেট নাই। চা পাওয়া যায় না, যদি বা চা যোগাড় করা যায় খেতে হয় গুড় দিয়ে। টানা পায়খানায় পুকুর থেকে পিতলের বদনা ভরে।
আরও দেখুনঃ ও pdf বই – মুহাম্মদ জাফর ইকবাল অক্টোপাসের চোখ pdf বই ডাউনলোড
নিয়ে যেতে হয়–মহা যন্ত্রণার ব্যাপার। আশপাশে যত মানুষ আছে সবাই দেখে অমুক পায়খানা করতে যাচ্ছে। গোদের উপর আবার বিষ ফোড়া, গ্রামের পাশে একদিন মিলিটারি ক্যাম্প করে ফেলল। তারপর যা একটা অবস্থা হল সেটা আর বলার মতো না। দাড়ি শেভ করে একটু চাপ দাড়ির মতো করে ফেললাম।
হাজী সাহেবের সাথে বাবার খাতির আছে বলে রক্ষা, না হলে তো আমার অবস্থা গোপালের মতো হত, মাথার পিছনে ফুটো নিয়ে নীল গাঙে ভেসে বেড়াতাম শোল মাছ খাবলে খাবলে শরীরের গোস্ত খেয়ে পরিষ্কার করে ফেলত। হাজী সাহেবই বাবাকে বললেন আমাকে ঢাকায় পাঠিয়ে দিতে, ইউনিভারসিটি খুলে গেছে এখন গ্রামে পড়ে থাকা ঠিকনা। হাজী সাহেব শান্তি কমিটির চেয়ারম্যান তার কথা ফেলা যায়না।
নিচে নুরুল এবং তার নোট বই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সাইজঃ 6.76 MB প্রকাশ সালঃ 1996 ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন