নীলাঙ্গরীয় pdf বই ডাউনলোড। আমার প্রশ্নটা বোধ হয় একটু জটিল। ভালবাসা কি সব সময়েই তাহার সেই চিরন্তর রূপেই দেখা দিবে? সেই আবেগ-বিহ্বল কিংবা অশ্রুসজল? ঘৃণা কি সব সময়েই ঘৃণা? ভালবাসা কি একটা অভিনয়? না, সত্য থেকে অভিন্ন একটা কিছু ? যদি তাহাই হয় তো সত্যের সেই অন্তবর্হিৃতে সে কি, যাহা খাদ, যাহা অবান্তর, সেই সব কিছুকেই দগ্ধ, ভস্মীভুত করিয়া দিতে সমর্থ নয়?।
বেশ গুছাইয়া মনের কথাটা বলিতে পারিতেছি না; কিন্তু এও বলি হাজার গুছাইয়া বলিলেও কি অর্থাগম হইবার সম্ভাবনা আছে আপনাদের নিকট? আপনাদের মস্তিস্কের উপর কটাক্ষ করিতেছি না, দোহাই। বলিতেছি অভিজ্ঞতার কথা।
আরও বই দেখুনঃ
- বিচারক pdf বই ডাউনলোড
- চতুরঙ্গ pdf বই ডাউনলোড
- দগ্ধ দিনের গল্প pdf বই ডাউনলোড
- শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য দ্বিতীয় সর্গ pdf বই ডাউনলোড
আপনারা ভালবাসেন নাই, ভালবাসার কত রূপ তাহা দেখেনও নাই, ভালবাসা পাওয়া তো দূরের কথা। প্রমাণ দিবেন বিবাহের কিন্তু ওটা আমার তরফেই প্রমাণ, অর্থাৎ বিবাহিত বলিয়াই ভালবাসার কিছু জানিলেন না। আপনাদের বিবাহ তো? আপনি তখন বোধ হয় প্রাণপণে পাসের পড়া লাইয়া ব্যস্ত, ঘটকিনী হাটাঁহাটিঁ করিতেছে, পুরোহিত কোষ্ঠী বিচার করিতেছে।
আপনার পিতা আর বাড়ির অন্যান্য পুরুষেরা কুটুম এবং গহনা যাচাই করিতেছেন, মেয়েরা পাত্রীর নাক, চোখ, কাল চুলের হ্রস্বদীর্ঘতা লইয়া ব্যস্ত। পাসের পড়া থেকে ফুরসূৎ হইলে টোপর এবং পরীক্ষার ফলাফলের দুশ্চিন্তা মাথায় করিয়া আপনি সুড়সুড় করিয়া গিয়া গোটাকতক মন্ত্র আওড়াইয়া আসিলেন।
সংস্কৃতে যতটুকু জ্ঞান তাহাতে সেগুলো আপনার পক্ষে বিবাহের মন্ত্রও হইতে পারে, ভূতঝাড়ার মন্ত্রও হাইতে পারে’ এবং বাসর ঘরে, অশ্রাব্য বিদ্রুপ এবং অসহ্য কর্ণতাড়নায় আপনার নিজের ভূতঝাড়ার যদি ব্যবস্থা না থাকিত তো বোধ হয়।
কি জন্য আপনার কষ্ট করিয়া আসা সেটা বেমালুম ভুলিয়া বসিয়া থাকিতেন। বাঙালী ব্যবস্থাপকের দূরদর্শী ছিলেন- বধু আনিবার ব্যবস্থাটা করিয়া গিয়াছেন, ধুতি-শাড়িতে গাটঁছড়া বাধিঁয়া। বুঝিয়াছিলেন এই সব পরীক্ষা- পাগল বরেয়া উদম পাগল হইয়া নিতান্ত যদি বস্ত্র-উত্তরীয় ফেলিয়া না পালয় তো কনেকে কোন রকমে বাড়িতে আনিয়া পৌঁছাইয়া দিতে পারিবে। এই আপনাদের বিবাহ, এর মধ্যে ভালবাসার স্থান কোথায়।
নিচে নীলাঙ্গরীয় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ছোট গল্প |
বইয়ের সাইজঃ | 13.7 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন