Thursday, June 12, 2025
Homeউপন্যাসনির্বাসন pdf বই ডাউনলোড

নির্বাসন pdf বই ডাউনলোড

নির্বাসন pdf বই ডাউনলোড । ভাদ্র মাসের আলো ঝলমলে সকাল। দিন তিনেকের গুমোট আকাশ ভেঙে গতরাতে তুমুল বৃষ্টি হয়েছে। তারপর বোর এসেছে ঝাঁ চকচকে রোদ আর ফুরফুরে হাওয়া নিয়ে। তোরাব আলী লস্কর আমাগাছের নিচে বসে আছেন। তার পরনে ধবধবে সাদা লুঙি। পায়ে প্লাষ্টিকের কালো জুতা। তবে তার শরীরের উধ্বাংশ নগ্ন। নগ্ন শরীরে যতন্ করে তেল মেখে দিচ্ছে হানিফ। তোরাব আলী লস্কর মেঘে মতন গমগমে শব্দে বললেন, ‘তোর বাতের ব্যতাডা বাড়ছেনি হানিফ?’

হানিফ থতমত খাওয়া গলায় বললো, ‘আমারতো বাতই নাই। বাতের ব্যতা আইবো কোইত্থেইক্কা দাদাজান?’
‘হেইডা আমি কেমনে বলবো! যেমনে ষোল বছরের মাইয়া মাইনষের মতন ঢ্যালঢ্যালা হাতে তেল মালিশ করতোছোস, তাতেতো মনে হয় তুই সত্তইর বছরেরর বাতরে ব্যারামের রুগী। তোর এহন…।

তোরাব আলী লস্করের কথা শেষ হলো না, তার আগেই জলের কলরোলের মতো হাসির শব্দ শোনা গেলো। হানিফ মুহূর্তেই সতর্ক হয়ে উঠলো। জোহরা এদিকে তাকিয়ে হাসছে। উঠানে ধান শুকাতে দেয়া হয়েছে। সেখানে রাজ্যের হাঁস-মুরগি। জোহরা সেই হাঁস-মুরগি তাড়াতে তাড়াতে হাসিতে ভেঙে পড়ছে। তোরাব আলী লস্কর জোহরার দিকে তাকিয়ে নরম গলায় ডাকলেন, ‘এই দিকে আয়।’

আরও দেখুনঃ
মোহন রায়ের বাঁশি pdf বই ডাউনলোড
সচিত্র যোগ ব্যায়াম pdf বই ডাউনলোড

জোহরা কোমরে শাড়ির আঁচল গুঁজতে গুঁজতে এলো। তার গরা ও নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। গাছের পাতার ফাঁক-ফোকর দিয়ে আল্পনার মত রোদ এসে পড়েছে তার মুখে। হানিফ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে।

‘তোরাব আলী বললেন, ‘তোর জ্বর কমছে?’
জোহরা বললো, ‘পুরোপুরি কমে নাই।’
‘তাইলে এই বেয়ান বেলা রোউদের মইধ্যে কামে নামছস ক্যা?’
‘ঘরের মধ্যে সারাক্ষণ ভাল্লাগে না দাদাজান।’
‘ঘরে ভালো না লাগলে এইহানে আইসা এই আম গাছতলায় বয়। বিলে পানি দেখছোস, কী সোন্দর! আর ফুরফুরা হাওয়া!’

জোহরা তাকালো। যতদূর চোখ যায় অসীম জলরাশি। জলের যেন কোনো শেষ নেই। মৃদু হাওয়ায় জলে ভাসা ধানের ডগা কাঁপছে। সে সেদিকে তাকিয়ে আনমনা ভঙ্গিতে বললো, ‘আচ্ছা দাদাজান, যদি কোনদিন দেখো বাপজান আবার ফিরে আসছে?’

তোরাব আলী লস্কর ঝট করে জোহরার দিকে ফিরে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন।

নিচে নির্বাসন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

নির্বাসন pdf বই ডাউনলোড

প্রকাশকঃ অন্যধারা
বইয়ের ধরণঃ উপন্যাস
বইয়ের সাইজঃ 31 MB
প্রকাশ সালঃ 2019 ইং
বইয়ের লেখকঃ সাদাত হোসাইন


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site