দ্য কোয়েস্ট pdf বই ডাউনলোড । উঁচু পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল দুটি সিঃসঙ্গ অবয়ব। পথ চলায় জীর্ণ ফারের পোশাক ওদের পরনে, শীতের কবল থেকে বাঁচতে মাথার চামড়ার হেলমেটের কানের ফ্ল্যাপ চিবুকের নীচে বেঁধে রেখেছে। মুখে দাঁড়িগোঁফের জঙ্গল, রোদে পোড়া চেহারা। পিঠে বেইছে সামান্য সম্বলটুকু।
এখানে আসতে গিয়ে বেশ ধকল পোহাতে হয়েছে, তাড়া করে ফিরেছে ওদের যাত্রাটুকু। পথ দেখালেও কেন এখানে এসেছে ওরা তার কোনও ধারণা নেই মেরেনের, এখানে আসার কোনও ইচ্ছেও ওর ছিল না। ওর পেছন পেছন আসা বুড়ো মানুষটারই জানা আছে সেটা। কিন্তু এখনও পর্যন্ত ঝেড়ে কাশার কোনও লক্ষণ চোখে পড়েনি তার ভেতর।
মিশর ছেড়ে আসার পর এ পর্যন্ত অনেকগুলো সাগর, হ্রদ আর বিরাট বিরাট নদী পেরিয়েছে ওরা, বিস্তৃর্ণ, নিবিড় বন জঙ্গল, প্রান্তর পেছনে ফেলে এসেছে।
বিচিত্র ও হ্রিংস সব পশু-পাখিরা দেখা পেয়েছে। দেখেছে তারচেয়েও অদ্ভূত ও বিপজ্জনক মানুষ। অবশেষে পাহাড়সারির মাঝে এসেছে ওরা, তুষার-ঢাকা চূড়ার সুবিশাল বিশৃঙ্খল, মুখ ব্যাদান করে থাকা গহ্বর, যেখানে ক্ষীন হাওয়ায় শ্বাস নেওয়াই দায় হয়ে পড়েছিল।
শীতে পটল তুলেছিল ওদের ঘোড়াগুলো, একটা আঙুলের ডগা খুইয়েছে মেরেন। পুড়ে কালো হয়ে গেছে, গা জ্বালানো তুষারে পচেছে। তবে ভাগ্য ভালো। তলোয়ার ধরার বা বিশাল ধনুক থেকে তীল ছোঁড়ার কাজে লাগা আঙ্গুল খোয়ায়নি।
আরও দেখুনঃ নির্বাসন pdf বই ডাউনলোড নক্ষত্রের রাত pdf বই ডাউনলোড
শেষ খাড়া ক্লিফের কিনারে এসে থামল মেরেন। পাশে এসে দাঁড়াল বুড়ো। স্নো টাইগারের চামড়া দিয়ে বানানো তার পরনের ফারের কোট, মেরেনের উপর হামলে পড়ার পর একটা মাত্র তীর ছুঁড়ে ওটাকে খতম করেছিল মেরেন। পাশাপাশি দাঁড়িয়ে নদী আর নিবিড় সবুজ বনে ঘেরা অচেনা এক দেশের দিকে চেয়ে রইল ওরা।
পাঁচ বছর, বলল মেরেন। পাঁচ বছর ধরে চলার উপর আছি আমরা। আমাদের চলা কি তবে শেষ হলো, ম্যাগাস?
হ্যাঁ, মেরেন, অতদিন হয়নি বোধ হয়? জানতে চাইল তাইতো, তুষার শুভ্র ভুরুর নিচে পরিহাসের ছলে ঝলকে উঠল ওর দুই চোখ।
জবাবে পিঠ থেকে সোর্ড স্ক্যাবার্ড নামিয়ে চামড়ায় আঁকা দাগগুলো দেখাল সে। প্রত্যেকটা দিনের হিসাব রেখেছি আমি, ইচ্ছে করলে গুনে দেখতে পাারেন।
নিচে দ্য কোয়েস্ট pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রোদেলা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 17.8 MB প্রকাশ সালঃ 2011 ইং বইয়ের লেখকঃ উলবার স্মিথ অনুবাদঃ শওকত হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now