দ্বৈরথ pdf বই ডাউনলোড । বাথরুমের দরজা খোলা। লোকটা অনেকক্ষণ ধরে বাথরুমে। বিশ্রী রকমের একটা আওয়াজ আসছে। গঁরল-গঁল-গঁরল। একজন মানুষ এমন কুৎসিত শব্দে গার্গল করে বিভাবে? সুন্দর শোভন কিছুই কি মানুষটার নেই?
সোমা হাই তুলল। মাত্র ন’টা বাজে। এর মধ্যে হাই ওঠার কথা না। কিন্তু এই মানুষটি আশেপাশে থাকলে তার হাই ওঠে। লোকটি বুঝতে পারে না। হাই ওঠার সঙ্গে যে অবহেলার একটা ব্যাপার আছে, তা বোধ হয় সে জানেও না। জানলেও তার হয়ত কিছু যায় আসে না।
: সোমা।
লোকটার গলার স্বর অবশ্যি মিষ্টি। না, মিষ্টি বলা টা ঠিক হচ্ছে না। পুরুষদের গলার স্বর মিষ্টি হয় না। ধাতব একটা ঝংকার শুধু থাকে। এই লোকের তা আছে। শুনতে ভালো লাগে। কথা শুনলে জবাব দিতে ইচ্ছে করে।
:এই সোমা।
:আসছি।
:একটু লবণ দাও।
:লবণ নিয়ে কি করবে?
:দাঁত ঘষব। শালা দাঁতে পেইন উঠেছে।
সোমা লবণ আনতে গেল। তার কানে ঝনঝন করে বাজছে—দাঁত ঘষব। শালা দাঁতে পেইন উঠেছে। লোকটা কি ইচ্ছে করলে শালা শব্দটা বাদ দিতে পারত না? বোধহয় না। এইসব শব্দ তার রক্তে মিশে আছে। এই ঘরে একটা সাদা রঙের বিড়াল আছে। বিড়ালটার একটা চোখ নষ্ট। তাই সে বিড়ালঠাকে ডাকে কানা-শালী। বিড়ালটাকে শালী না ডাকলে কি চলতো না?
আরও দেখুনঃ একা একা pdf বই ডাউনলোড দুরে কোথায় pdf বই ডাউনলোড
সোমা ঝকঝকে একটা পিরিচের ঠিক মাঝখনে খানিকটা লবণ নিল। কিছু ছড়িয়ে গিয়েছিল—সাবধানে সে একত্র করল। অসুন্দর কোন কিছুই তার ভালো লাগে না। যদিও তাকে বাস করতে হয় অসুন্দরের মধ্যে।
লোকটা তার হাত থেকে পিরিচ নিল। লবণ কত সুন্দর করে সাজানো সেদিকে সে লক্ষ্যও করছে না। আঙুলে লবণ নিয়ে বিকটা ভঙ্গিতে দাঁত ঘষছে। মাঝে মাঝে থু-থু করে থুথু ফেলছে। সোমা বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে। তার দাঁড়িয়ে না থাকলেও চলত, তবুও সে দাঁড়িয়ে আছে ।কেন আছে লেঅকটা কি তা জানে? মনে হয় জানে না।
: সোমা।
: বল।
: শালার রক্ত পড়ছে। মাঢ়ী নষ্ট হয়ে গেছে। নিমের ডাল জোগাড় করতে হবে। টুথপেস্ট ফুতপেস্ট দাঁতের বারোটা বাজিয়ে দেয়।
নিচে দ্বৈরথ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 6.22 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন