দৈনন্দিন pdf বই ডাউনলোড। দাম্পত্য-জীবনের প্রথম কলহের অবসানে সেই প্রথম সন্ধি, স্বামী হাত দুখানি দুহাতে ধরিয়া মুখখানা কেমন একরকম করিয়া মার্জনা চাহিল, লাগিয়াছিল বেশ, একেবারে এক নূতনতর অনুভুতি। সুচারু সেই লোভে আবার কলহ করিয়া বসিয়াছে। সেই কিরণলেখা, দাম্পত্যজীবনে তাহার সিনিয়ার, পরামর্শ দিয়াছে- এইবার পায়ে ধরিয়ে ছাড়বি, বুঝলি? উত্তর পাইয়াছে নিশ্চয়ই- কথাটা কেমন করিয়া স্বামীর কানে উঠিয়াছে।
আজ তিনদিন ধরিয়া কথা বন্ধ। বাড়িতে চারিদিকেই অত্যন্ত গরমিল। পাচক বামুন অতিষ্ঠ হইয়া উঠিয়াছে, কীই বা রাঁধে সে? ইনি যাহা ভালবাসেন ওঁর তাহা দুচক্ষের বিষয় হইয়া দাঁড়াইয়াছে। সরোজের খানসামা আর সুচারুর ঝি-এ সে ভাব নেই, অষ্টপ্রহর কথাকাটাকাটি।
আরও বই দেখুনঃ
- অলৌকিক কাহিনী সমগ্র pdf বই ডাউনলোড
- ছেলেমানুষী pdf বই ডাউনলোড
- বরযাত্রী pdf বই ডাউনলোড
- রানুর কথা মালা pdf বই ডাউনলোড
- আমাদের বাড়িতে ডাইনী থাকে pdf বই ডাউনলোড
সুচারুর পেশোয়ারী বেড়াল- মিনি সবোজের জাপানী পুডল-জিমির সমস্ত আব্দার- অনাচার এতদিন ভালো মনেই সহিয়া আসিতেছিল, কাল তাহার ক্ষুদ্র নাসিকায় একটি কাবুলী চপেটাঘাত ঝাড়িয়া পশু-চিকিৎসালয়ে পাঠাইয়া দিয়াছে। কথা নাই, সুতরাং সরোজ সুচারুকে স্পষ্ট কিছুই বলিতে পারিল না।
তবে বেড়ালের দিকে আঙুল উঠাইয়া যখন বলিল হাসপাতালের সব খরচ পাই পাই করে তোর কাছে আদায় করব! তখন কিছুই অস্পষ্ট রহিল বলিয়া বোধ হয় না। তাসের আড্ডায় আজকাল সরোজ বিমলকে বেশ মিষ্ট করিয়া শোনায়, নতুন বিয়ে তো আমারও, তা বলে যে ঘড়ি দেখে হাজরি দিতে হবে ইত্যাদি। সুচারু সইকে বলে, বেশ আছি ভাই- খালি কানের কাছে ঘ্যানর ঘ্যানর , কেবলই বাজে কথা…রবিবার পড়িতে আজ ছয় দিন হইল।
সরোজের জাপানী পুডলটা হাসপাতাল হইতে খালাস হইয়া ফিরিয়া আসিয়াছে। সকালে সুচারু ঝিকে ডাকিয়া বলিল, বিন্দি, নিয়ে আয় তো কুকুরটাকে। আহা, অবোলা জীব! আজ হারামজাদি বেড়ালটার খাওয়া বন্ধ ; আর দেখিস যেন বাড়িতে না ঢোকে, আবার আচঁড়ালে-কামড়ালে আর কুকুরটা বাচঁবে না। বিকালে সরোজ খানসামাকে ডাকিয়া বলিল, একবার ঝিকে ডেকে নিয়ে আয় তো যেন ঝুটিঁ ধরে নিয়ে আসিস নি- তোদের চেঁচামেটির জালায় বাড়িতে ট্যাঁকা দায হয়ে উঠেছে।
ঝি আসিলে বলিল, হ্যাঁ গা বিন্দু, কি রকম আক্কেল তোমাদের? সমস্ত দিন বেড়ালটাকে খেতে দাও নি, বাড়িতে ঢুকতে গেলেই দেখমার করছ আমার পাতে আজকাল মাছ মাংস নেই, ওর কি খাওয়া হয়? যাও, তোমরা দুজনে ধরে ওটাকে বাড়িতে দিয়ে এস। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে দৈনন্দিন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 6.60 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন