দেবযান pdf বই ডাউনলোড । কুড়ুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্রব্যবসায়ী রায়সাহেন ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যার আজ বিবাহ। বরপক্ষের নিবাস কলকাতা, আজই বেলা তিনটের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে। অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এদেশের লোক কখনো দেখেনি। পুকুরের ধারে নহবৎ মঞ্চে নহবৎ বসেছে, রং-বেরঙের কাপড় ও শালু দিয়ে হোগলার আসর সাজানো হয়েছে। খু জাঁকের বিয়ে।
রাত সাড়ে ন’টা। রায়সাহেবের বাড়ির বড় নাটমন্দিরে বরযাত্রীদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তারা সকলেই কলকাতার বাবু। কুড়ুলে বিনোদপুরের মত অজ-পাড়াগাঁয়ে যে তাঁদের শুভাগমন ঘটেছে, এতে রায়সাহেব কৃতার্থ হয়ে গিয়েছেন। বারবার নিনীতভাবে বরযাত্রীদের সামনে এই কথাই তিনি জানাচ্ছিলেন। সভামণ্ডপ থেকে নানারকম শব্দ উত্থিত হচ্ছিল।
-ও কি পালমশায়, না-না – মাছের মুড়োটা ফেললে চলবে না।
-ওরে এদিক একবার ভাতের বালতিটা (অর্থাৎ পোলাওএর বালতি – পোলাওকে ভাত বলাই নিয়ম, তাতে সভ্যতা, স্বরুচি ও বড় মানুষী চালের বিশিষ্ট্য পরিচয় দেওয়া হয়) নিয়ে আয় না; এঁদের পাত যে একেবারেই খালি। সন্দেশ আর দু’টো নিতেই হবে; আজ্ঞে না, তা শুনবো না। বাটাছানার না হলেও পাড়া গাঁয়ের জিনিসটা একবার চেখে দেখুন দয়া করে।
আরও দেখুনঃ গ্রাফিক ডিজাইনের আসল ফান্ডা pdf বই ডাউনলোড লোকে কী বলবে pdf বই ডাউনলোড
ওদিকে যখন সবাই বরযাত্রীদের নিয়ে ব্যস্ত, নাটমন্দিরের সামনের উঠানে একপাশে বিভিন্ন গ্রামের কতকগুলি সাধারণ লোক খেতে বসেছে। তাদের মধ্যে একজন ব্রাক্ষণ, কিন্তু অত্যন্ত দরিদ্র। সে অন্য লোকদের সঙ্গে নিজের পার্থক্য বজায় রেখে একটু কোণ মেরে বসেছে। বসলে কি হবে, এদের দিকে পরিবেশনের মানুষ আদৌ নেই। ফলে এরা হাত তুলে খালি-পাত করে কোলে বসে আছে।
ব্রাহ্মন যুবকের নাম যতীন। পাশের গ্রামের বেশ সৎ বংশের ছেলে। বয়েস তার পঁয়ত্রিশ ছত্রিশ হবে। লোকটি বড়ই হতভাগ্য। বেশ সুন্দর চেহারা, লেখাপড়া ভালই জানে, এম.এ পর্যন্ত পড়ে গান্ধীজীর নন-কো-অপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে। বিবাহ করেছিল, কয়েকটি ছেলেমেয়েও আছে। আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে।
এখানে নিজেও আসে না। ছেলেমেয়েদেরও আসতে দেয় না। যতীনের বাপ মা কেউ জীবিত নন। সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তেই একা থাকতে হয়, তার ওপর দারিদ্র্যের কষ্ট।
নিচে দেবযান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 9.37 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শ্রী বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন