দূরের স্বজন pdf বই ডাউনলোড। দরজা খুলতেই বাণী দেখল তুহিন দাড়িয়ে আছে। তার সর্বাঙ্গ ঘামে ভেজা। রৌদ্র-রাঙা মুখ। রক্তাভ। মাথার চুল বিন্যস্ত। চোকের চশমা খুলে রুমালে মুছছে। মুখ গম্ভীর। তুহিনকে দেখে বাণীরা সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। । একটা রাগ শরীর বেয়ে শুয়োঁপোকার মতো হিল হিল করে প্রচন্ড শব্দে ফেটে পড়তে চাইল; তুহিনের আপাদমস্তক দেখে আত্মস্ত হয়ে বলল- কি ব্যাপার তুহিন? তুহিন নীচু হয়ে জুতো ফিতে খুলতে থাককে। কথা বলে না।
তুহিনের নীরবতা বাণীকে আরও অসহিষ্ণু করে। তার কথা না বলা, গম্ভীর থাকা, তুচ্ছ তাচ্ছিল্য সবই যেন কাটাাঁর মতো বিঁধতে থাকে বুকে। ব্রিবত বাণী। ঘরে ফিরে সোফায় বসে, আবার উঠে পাখা চালায়। হাতের কাছে সেতু পত্রিকা উলটে-পালটে দেখতে থাকে।
আরও বই দেখুনঃ
- মহাকাশে কী ঘটছে pdf বই ডাউনলোড
- অলৌকিক কাহিনী সমগ্র pdf বই ডাউনলোড
- দ্য পাওয়ার অব ইউর সাবকনশাস মাইন্ড pdf বই ডাউনলোড
- চোখ ও চশমা pdf বই ডাউনলোড
- বকুলাপ্পু pdf বই ডাউনলোড
ঘরের পশ্চিমের জানালায নীরা বসেছিল। তুহিনের ঘরে ঢোকা, জুতা খোলা, কথার উত্তর না দেয়া সবই সে দেখছিল। বাণীর অসহিষ্ণুতা বুঝতে পেরে তার কাছে এসে দাড়াঁল। আলতো কাঁধ ছুয়ে যেন আশ্বস্ত হতে বলল। দু-জনে চুপচাপ। এ ওর মুখের দিকে দেখল শুধু। তারপর দুজনেই চোখ রাখল খোলা দরজার দিকে। বাইরে দরজা বন্ধ করে, পর্দা সরিয়ে ঘরে ঢুকল তুহিন।
হাতের ব্যাগ রাখতে রাখতে আড়চোখে বাণীকে দেখল। নীরার প্রশ্নাতীত বিষ্ময় কিংবা বাণীর কপট রাগ কোন কিছুই স্পর্শ করল না তাকে। বাণী যে রেগে আছে এবং ঘরের ভেতর বিষাক্ত হাওয়া বইছে তা সে ভালো-ভাবেই বুঝে নিয়েছে। তবু ঘৃণার চোখে বাণীর দিতে তাকাল সে।
বাকাঁ ঠোঁটে ত্রুর হাসি। হাসিটা কিন্তু বাণীর চোখে এড়াল না। নীরা ও তুহিন দুজনেরই কোলে পিঠের ভাইবোন। নীরা উৎসক, দাদার দিকে চেয়ে থাকে । তুহিন জামা-কাপড় ছেড়ে বসল বাণীর মুখো-মুখি। বাণী ঘামতে থাকে, তবুও মাতৃত্বের অপরিসীম জোরে জিজ্ঞেস করে।-কী হল কথা বলছ না যে? কি বলব? এত কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি?দরকার হলে দিতে হবে বৈকি? না, কৈফিয়ত আর কাউকে দেব না।
চিৎকার করে তুহিন। পাথর হয়ে যেতে যেতে বাণী দুহাতে আকঁড়ে ধরে সামনের টেবিল। টেবিলে মাথা রাখে। সারাশরীর আলগা হয়ে যায়। একটা অস্পষ্ট চিৎকার তার মুখে আটকে যায় । রাগে গোঙাতে থাকে সে। বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে দূরের স্বজন এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আবদুস শুকুর খান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন