দুরে কোথায় pdf বই ডাউনলোড । আকাশে মেঘ করেছে। ঘন কালো মেঘ। ক্রমেই ফুলে ফেঁপে উঠছে।
ওসমান সাহেব আকাশের দিকে তাকালেন। তাঁর কেনা জানি মনে হল এই মেঘে বৃষ্টি হবে না। প্রিকগনিশন নাকি? ভবিষ্যতের কথা আগে ভাগে বলে ফেলা। তিনি হাঁটছেন অন্যমনস্ক ভঙ্গিতে। উদ্দেশ্যহীন মানুষের হাঁটা। গন্তব্যহীন যাত্রা। অথচ তাঁর একটা গন্তব্য আছে। বি ডি আর-এর তিন নম্বর গেট পার হয়ে তিনি ঢুকে যাবেন নিউপল্টন লাইনের গলিতে। গোরস্তানের দেয়ালে ঘেঁষে এগুতে থাকবেন।
: স্লামালিকুম।
ওসমান সাহেব চমকে তাকলেন। সালামটা কি তাকেই দিয়া হয়েছে? দু’একজন কি চিনতে শুরু করেছে? চেনার কথা নয়। তিনি মাজে দু’বারের বেশী আসেন না এদিকে। সালাম দেয়া ছেলেটির বয়স অল্প। চোখে চশমা। সে তাকাচ্ছে কৌতূহলী হয়ে। ওসমান সাহেব প্রশ্রয়ের হাসি হাসলেন। এবং মৃদু স্বরে বললেন-ভাল তো?
: আপনি কি এই পাড়াতেথাকেন?
: না তবে মাঝে মাঝে আসি।
: আমি আগেও একবার দেখেছি। তখন চিনতে পারি নি।
তিনি মৃদু হেসে হাঁটতে শুর করলেন। পেছন না ফিরেও বুঝতে পারছেন ছেলেটি দাঁড়িয়ে আছে। তার হয়তো আরও কিছু কথা বলবার ছিল।
আরও দেখুনঃ একা একা pdf বই ডাউনলোড ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান pdf বই ডাউনলোড
ওসমান সাহেব ঘড়ি দেখলেন-পাঁচটা দশ। তিন সব সময় চারটার মধ্যে এসে পড়েন। আজ অনেকখানি দেরী করলেন। তাঁর চরিত্রের সঙ্গে এটা খাপ খায় না। রানুকে পাওয়া যাবে কী? দেরী দেখে কোথাও চলে যায় নি তো?
রানুরা থাকে তিন তলার শেস মাথায়। ছোট্ট এক চিলতে বারান্দা আছে তাদের। সে সেখানে দু’টি টবে মরিচ গাছ লাগানো। গোলাপ-টোলাপ না লাগিয়ে মরিচ গাছ লাগানো উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যটা কি?
তিনি বারান্দায় কাউকে দেখলেন না। সাধারণত টগর রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। ওরা কি নেই আজ? টগরের জন্যে এক প্যাকেট মিমি এনেছেন। তিনি মিমির প্যাকেট হাতে নিয়ে নিলেন। আজ যেন গতবারের মত না হয়।
গতবার…কারণ নিশ্চয়ই আছে। এই যে রানু খিলখিল করে হাসছে তার পেছনে যেমন কারণ আছে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন পড়ার পেছনেও কারণ আছে। চার রুপ। গ্রীল দেয়া বারান্দা। সার্ভেন্টস রুম ও গ্যারাজ। ভাড়া আলোচনা সাপেক্ষে।
নিচে দুরে কোথায় pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 16 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now