দি অটোম্যান সেঞ্চুরিস pdf বই ডাউনলোড । এই বিখ্যাত গ্রন্থটিতে তিনি ১৩০০ সারের দিকে প্রথম ওসমান প্রতিষ্ঠিত অটোমান সাম্রাজ্যের শুরু হতে ১৬ শতকের সুলেইমান দি গ্রেট এর সেনাবাহিনীর অপ্রতিরোধ্য বিজয় যাত্রাসহ তুর্কি বীর কামাল পাশা কর্তৃক সুলতান চতুর্থ মাহমুদকে নির্বাসনে প্রেরণ করা পর্যন্ত অত্যন্ত সুনিপুনভাবে বর্ণনা করেছেন। একই সাথে অটোমান নিষ্ঠুর সুলতানদের কার্যকলাপের পাশাপাশি সেখানকার সুদৃৎ অর্থনীতি রাজনীতি সামাজিক বিষয়গুলোও তার বর্ণনাতে বাদ যায় নি।
এই বইটিতে কিনরস একটি বিষয় খুব সুন্দরভাবে বর্ণা করেছেন। তা হলো অটোমান সাম্রাজ্যে পশ্চিমা ইউরোপ ও আমেরিকান প্রভাব এবং পশ্চিমা সংস্কৃতি কিভাবে তুর্কী সংস্কৃতিতে স্থায়ী আসন গেড়ে নেয় তার বাস্তব বর্ণনা।
অটোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টিকে অধিকাংশ পশ্চিমা লেখকগণই বাঁকা চোখে দেখেছেন এবং তাদের অনেকেই তা খানিকটা নিজের মত করে বর্ণনা করেছেন। কিন্তু কনরস এ পথে যাননি। তিনি সত্যটাই অকপটে স্কীকার করেছেন যে বলকান অঞ্চলের খ্রিস্টানরা স্বেচ্চায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং এর বড় কারণ ছিল তৎকালনি সময়ে এ সকল অঞ্চলের দুর্নীতিপরায়ন খ্রিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ধর্মের নামে ভন্ডামি ও অনাচার।
আরও দেখুনঃ বটুকবুড়োর চশমা pdf বই ডাউনলোড নন্দীবাড়ির শাঁখ pdf বই ডাউনলোড
তিনি আরো বর্ণনা করেছেন – সে সময় ইউরোপে খ্রিস্টান ধর্ম একটি সাংস্কৃতিক বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যায এবং যার সাথে ইশ্বর ও যিশুখ্রিস্টের ছিল অনেক ফারাক। অটোমান শাসনামলে খ্রিষ্টানদের জন্য এটি সজাগ হওয়ার জন্য এলার্মের মতো ছিল। তা সত্যে হলেও খ্রিস্টান নেতারা মোটেও সজাগ হয় নি।
কিনরস শুরু করেছেন অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী ওসমানের পিতা আর্তঘরুল বে থেকে, আর তারপর থেকে পাঠকদেরকে নিয়ে গিয়েছেন ৩৫ জন অটোমান সুলতানের বিশেষ বিশেষ ঘটনাগুলোর দিকে। তবে এ গ্রন্থে তিনি আর্তঘরুল ও ওসমান সম্পর্কে খুব একটা বর্ণনা করেন নি।
তার বর্ণনায় প্রাধান্য পেয়েছে অটোমান সুলতান, যারা ১২৮৮ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত দাপটের সাথে পৃথিবীর তিন মহাদেশ বিস্তৃত – অটোমান সাম্রাজ্যকে শাসন করেছেন।
অটোমান শাসনামলের প্রথম ১০ সুলতান প্রায় ৩০০ বৎসর শাসনকার্য পরিচালনা করেন এবং রাজ্যের পর রাজ্য জয় করে নিজেদের ছোট রাজ্যটিকে সাম্রাজ্যে পরিণত করেন এবং এ বিস্মৃতি ও শৌর্য বীর্যর চূড়ান্তে পৌঁছেন।
নিচে দি অটোম্যান সেঞ্চুরিস pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রোদেলা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 29.1 MB প্রকাশ সালঃ 2014 ইং বইয়ের লেখকঃ লর্ড কিনরস অনুবাদঃ জেসি মেরী কুইয়া
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন