তারা তিনজন pdf বই ডাউনলোড । লীলি আকাশের দিকে তাকাল। লীলি যা করে,অন্য দু’জনও তাই করে। তারাও আকাশের দিকে তাকাল।
আকাশের রঙ ঘন হলুদ। সন্ধ্যা হয়ে আসছে বলেই হলুদ রঙ ক্রমে ক্রমে ঘোলাটে সবুজ বলর্ণ ধারণ করছে।
লী হঠাৎ বলল, ‘আকাশের বাইরে তী আছে?’
এই প্রশ্ন আগেও অনেকবার করা হয়েছে, তবু প্রতিবারই মনে হয় এই যেন প্রথমবারের মতো করা হল। অয়ু মৃদু স্বরে র্লল, ‘আকাশের বাইরে আছে আকাশ।’
’তার বাইরে?’
তার বাইরে আছে আরেকটি আকাশ!’
লী আর প্রশ।ন করল না। আজকাল অয়ু কেমন যেন যুক্তিহীন কথা বলে। আকাশর বাইরে আবার আকাশ কি? লী নলল, ‘তোমার শরীর ভালো আছে অয়ু?’
’ভালো।’
’তোমার পা কেমন?’
অয়ু উত্তর দিলনা। অর্থাৎ অয়ুর পা ভালো নেই। অথচ একটু আগেই বলেছে শরীর ভালো। কোনো মানে হয় না। যুক্তিহীন কথা।
ঠান্ডা বাতাস দিতে শুরু করেছে। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়বে। সেই সঙ্গে দ্রুত কমতে থাকবে তাপ। মধ্যরাতে চারদিক হবে হিমশীতল। লী বলল, ‘চল এবার যাওয়া যাক।’
তারা দু’জন কথা বলল না। দু’জনেই তখনো আকাশের দিকে তাকিয়ে আছে। লী আবার বলল, ‘চর আমরা নেমে পড়ি।’
’কোথায়? আমরা কোথায় যাব?’
উত্তর দিয়েছে নীম। লী লক্ষ করল নীমের কথাবার্তার ধরন হতাশাগ্রস্তের মতন। এটি ভালো লক্ষণ নয়। তাদের সঙ্গে আরো একজন ছিল। সেও এরকম কথাবার্তা বলতে শুরু করেছিল। এ সব খুব খারাপ লক্ষণ। লী কঠিন স্বরে বলল,’নীম, তুমি একটু আগে বলেছ, আমরা কোথায় যাব?’
’হ্যাঁ বলেছি।’
’তুমি কি যেতে চাও না কোথাও?’
’না।’
’কেন না?’
’কোথায় যাব বল?’
’তা ঠিক। খুবই ঠিক। যাওয়ার জায়গা কোথায়? যেখানেই যাওয়া যাক, সেই একই দৃশ্য। প্রকান্ড দৈত্যাতৃতি হিমশীতল পাথর। ঘন কৃ্ষ্ণবর্ণ বালুকরাশি।
আরও দেখুনঃ সূর্যের দিন pdf বই ডাউনলোড তিথির নীল তোয়ালে pdf বই ডাউনলোড
যে দিকে যত দূর যাওয়া যায়—-একই ছবি। তারা তিনজন প্রতিটি পাথরের অবস্থান নিখুঁতভাবে জানে। তারা জানে, ঠিক কোথায় বালির ঘন কালো রঙ হালকা গেরুয়া হয়েছে।
লীলী বলল, ‘চল আমরা আরেকবার সেই ঘরটি দেখে আসি।’
নিচে তারা তিনজন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ এডভেঞ্চার বইয়ের সাইজঃ 6.54 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন