ডেভিড কপারফিল্ড
ডেভিড কপারফিল্ড pdf বই ডাউনলোড। সাফোকের কাছাকাছি ছোট একটি গ্রাম তার নাম ব্লানডারষ্টোন । এই গ্রামটির বুকেই এক শুক্রবার রাত্রে ডোভড কপারফিল্ডের জন্ম হোল । আপনার জন বলতে ডেভিডের মা ছাড়া আর কেউ ছিল না ।
সে ভুমিষ্ঠ হবার ছ’মাস আগেই তার বাবা মা মারা যান । মিস্ বেটসি বলে তার বাবার এব খন্ডী ছিলেন , কিন্ত ডেভিড তাঁকে কোনদিন দেখেনি । মিস্ বেটসি সত্যই মিস ছিলেন না তার বিয়ে হয়েছিলেন আনেক দিন আগে । তাঁর স্বামীর বয়স ছিল কম ।
আরও দেখুনঃ নিঃসঙ্গতার একশ বছর pdf বই ডাউনলোড
দেখতে শুনতেও তিনি ভালো ছিলেন , কিন্ত মেজাজটি ছিল ভারী বদরাগী । যখন -তখন বেটসির সঙ্গে তাঁর ঝগড়া হোত , দু, এক ঘা প্রহার দিতও ছাড়তেন না । একদিনও তো তিনি জানালা দিয়ে বেটসিকে বাইরে ফেলে দিতে গিয়েছিলেন । সম্পর্ক আর টিকলো না একদিন বেটসি স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেলেন । অবশ্য এর জন্ম তাঁর অনেক টাকা দিতে হোল তাঁর স্বামীকে ।
ডেভিট কপারফিল্ড এক জাদুকারী বই ।
তিনি সেই টাকা নিয়ে চলে যান ভারতভর্ষে । বছর দশেক বাদে সেখান থেকে খবন এলো যে, তিনি আর বেচেঁ নেই । বেটসি ইতি মধ্যে নিজের নামের আগে আবার মিস জুড়ে দিলৈন এবং সমূদ্রের ধারে এক নির্জন পল্লীতে একখানীবাড়ী কিনে একা বাস করতে লাগলো মিস বেটসি এ সংসারে একটিমাত্র লোককেই ভালোবাসতেন, সে ডেভডের বাবা ।
আরও দেখুনঃ দ্য স্কারলেট পিম্পারনেল pdf বই ডাউনলোড
কিন্ত ডেভিডের বাবা যে দিন তাঁকে না জানিয়ে বিয়ে করে বসলেন , সে দিন তিনি ভীষন রেগে গেলেন , এ বাড়ীর সঙ্গে আর সম্পর্ক রাখলেন না বিয়ের পর ডেভিডের বাবা মাত্র বছর খানেক বেচে ছিলেন , বেটসির সঙ্গে তাঁন আর দেখা হয়নি ।
ডেভিডের মাও বেটসিকে কখনও ধেখেন নি , তবে স্বামিীর মূখে শুনেছিলেন তাঁর কথা । ডেভিডের বাবা মারা যাবার মাস ছ,য়েক বাদে হঠাৎ েএকদিন বেটসি ওদের বাড়িতে এসে উপস্থিত হলেন । কাউকে কিছূ না বলে , কোন ডাকডিাকি না করে , বরাবর মিলিটারি কায়দায় এসে ঢুকলেন ঘরের মধ্যে ।ডেভিডের মায়ের সমনে এস ক্র কাঁচুকে প্রশ্ন করলেন – তুমিও তো কপারফিল্ডের স্তী ? হ্যাঁ আমি তার খুড়ী বেটসি টট্রউড়।
আরও দেখুনঃ গবেষণায় হাতেখড়ি pdf বই ডাউনলোড
নিচে ডেভিড কপারফিল্ড pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বৃন্দাবন ধর এন্ড সন্স লিঃ বইয়ের ধরণঃ অনুবাদ বইয়ের সাইজঃ 5.21 MB প্রকাশ সালঃ ১৯৯৬ ইং বইয়ের লেখকঃ চালর্স ডিকেন্স বইয়ের অনুবাদঃ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন