জানালার ওপাশে pdf বই ডাউনলোড। জানালার ওপাশে
‘হ্যালো’
‘হ্যাঁ, বলো।’
‘আমার মেসেজ পাওনি তুমি?’
“পেয়েছি।’
‘কয়টা পেয়েছো?”
‘গুনিনি।’
‘গুনিনি মানে?’
‘গুনিনি মানে এগজ্যাক্ট বলতে পারব না কয়টা।’
‘এগজ্যাক্ট বলতে হবে না। আনুমানিক বলো।’ ‘সাত-আটটা হবে।’
‘রিপ্লাই দাওনি কেন?’
‘কি রিপ্লাই দিব?’
“কি রিপ্লাই দিব মানে! মেসেজের রিপ্লাই দেবে।’ “সেটাই তো। মেসেজের কি রিপ্লাই দিব!’
‘তুমি…. তুমি….তুমি একটা…।
ওপাশ থেকে ফোন কাটার শব্দ হলো। তারপরও অযথাই মোবাইল ফোনটা কানে চেপে বসে থাকে রাতুল। রাতুলের মাথার ওপর সিলিংফ্যানটা . ভীষণ শব্দে ঘুরছে। এই শব্দে রাতুলের অস্বস্তি লাগে। তার এক ধরনের Akousticophobia আছে। Akousticophobia হলো শব্দাতঙ্ক। তার কেবল ফ্যানের এই তীব্র শো শো শব্দ সহ্য হয় না। কেমন অস্বস্তি লাগে। এক ধরনের আতঙ্ক কাজ করে। মনে হয়, ফ্যানটা সিলিং থেকে ছুটে যে কোনো মুহূর্তে মাথায় পড়বে। এইসময় ফোনটা আবার বাজলো। রাতুল ফোনের স্ক্রিন না দেখেও জানে, আনিকা। একটু আগে সে রেগেমেগে ফোন কেটে দিয়েছিল।
আরও বই দেখুনঃ
- রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন নি pdf বই ডাউনলোড
- রবীন্দ্রনাথ এখানে কখনো আসেন নি pdf বই
- চোখের সাধারণ সমস্যা ও ১০০ প্রশ্ন উত্তর
- আহবান pdf বই ডাউনলোড
- চোখের উচ্চচাপ গ্লুকোমা pdf বই ডাউনলোড
এখন আবার করেছে। আবার কেটে দিবে। আবার করবে। এই কাটাকুটি খেলা আজ চলতেই থাকবে।
“হ্যাঁ, বলো।’
‘হ্যাঁ বলো মানে?’ আনিকার কণ্ঠে ঝাঁঝ।
রাতুল জবাব দেয় না। চুপ করে থাকে। জানালায় হেলান দিয়ে আরাম করে বসে। সে জানে, এখন সে যাই বলবে, আনিকা তার সবকিছুরই মানে জানতে চাইবে। অথচ যার কোনো মানেই নেই ।
“কি হলো? কথা বলছো না কেন?’ আনিকার কণ্ঠে ঝাঁঝ খানিকটা বাড়ে ।
‘বলো,
শুনছি।’
‘বলো শুনছি মানে? তোমাকে আমি একটা প্রশ্ন করেছি। জবাব দাও।’
‘জবাব দেব। কিন্তু তার আগে তোমাকে স্বাভাবিক হতে হবে।’
‘স্বাভাবিক হতে হবে মানে! স্বাভাবিক হতে হবে মানে কি?’ আনিকার গলার স্বর সপ্তমে চড়ে। ‘তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আমি অস্বাভাবিক? আমি অসুস্থ? আমি পাগল?’
আনিকা ফোন কেটে দেয়। রাতুল ফোন কানে চেপে ধরে বসে থাকে। কথা শেষ হবার পরও ফোন কানে ধরে থাকার একটা বিশেষ মজা আছে। এই মজাটা রাতুল টের পায়। তার কেন যেন মনে হয়, এই নিঃশব্দ ফোনে সে অনেকগুলো কণ্ঠ শুনতে পায়। এলোমেলো কণ্ঠ। সে এই কণ্ঠগুলো ধরতে চেষ্টা করে । কথাগুলো বুঝতে চেষ্টা করে। কিন্তু পারে না।
আবারো ফোন বাজছে। রাতুল ফোনটা টেবিলের উপর রেখে দেয়।
নিচে জানালার ওপাশে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৩ সাল |
বইয়ের লেখকঃ | সাদাত হোসাইন |
অনুবাদকঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন।