Sunday, October 19, 2025
Homeসাইন্স ফিকশনজলমানব pdf বই ডাউনলোড

জলমানব pdf বই ডাউনলোড

জলমানব pdf বই ডাউনলোড । কায়ীরা কোমরে হাত দিয়ে খানিকটা অনিশ্চিত ভঙ্গিতে ভাসমান দ্বীপটির কিনারায় নিঃশব্দে দাঁড়িয়ে ছিল। সমুদ্রের ছোট ছোট ঢেউ মৃদু শব্দ করে ভাসমান দ্বীপের পাটাতনে আছড়ে পড়ছে, কায়ীরার দৃষ্টি এই সবকিছু ছাড়িয়ে বহুদূরে। কোথাও আটকে আছে।

তাকে দেখে মনে হয় না সে নির্দিষ্ট করে কিছু দেখছে, চারিদিকে যতদূর চোখ যায় শুধু সমুদ্রের নীল পানি, আর কোনো ব্যতিক্রম নেই, বৈচিত্র্য নেই তাই কাউকে নির্দিষ্ট একটা ভঙ্গিতে একদিকে তাকিয়ে। দেখতে থাকলে এক ধরনের অস্বস্তি হয়।

নিহনেরও একটু অস্বস্তি হচ্ছিল, সে সমুদ্রের পানি থেকে নিজের পা দুটি ওপরে তুলে নিচু গলায় ডাকল, ‘কায়ীরা।’
কায়ীরা ঠিক শুনতে পেল বলে মনে হলো না। নিহন তখন গলা আরেকটু উঁচিয়ে ডাকল, ‘কায়ীরা।
কায়ীরা বলল,‘শুনছি। বলো।’
‘তুমি কী দেখছ?’
কায়ীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, ‘জানি না।’
‘তাহলে এভাবে দূরে তাকিয়ে আছ কেন?’

কায়ীরা ঘুরে নিহনের দিকে তাকিয়ে একটু হাসার ভঙ্গি করল। কায়ীরার বয়স চল্লিশের কাছাকাছি, যখন তার বয়স। কম ছিল তখন সে নিশ্চয়ই অপূর্ব সুন্দরী ছিল। এই জীবনটিতে তার ওপর দিয়ে ঝড়-ঝাপটা খুব কম যায়নি। কঠিন। একটি জীবন, দুঃখ-কষ্ট আর সমুদ্রের লোনাপানিতে তার সৌন্দর্যের কমনীয়তাটুকু চলে গিয়ে সেখানে এক ধরনের।

আরও দেখুনঃ
মেকু কাহিনী pdf বই ডাউনলোড
লিটু বৃত্তান্ত pdf বই ডাউনলোড

বিষাদ পাকাপাকিভাবে স্থান করে নিয়েছে। কায়ীরার মাথায় কাঁচাপাকা চুল, তামাটে রোদেপোড়া সুগঠিত শরীর। মাথার চুল পেছনে শক্ত করে বাঁধা, পরনে সামুদ্রিক শ্যাওলার একটা সাদামাটা পোশাক, গলায়। হাঙরের দাঁত দিয়ে তৈরি একটা মালা। এই অতি সাধারণ পোশাকেও কায়ীরাকে কেমন জানি অসাধারণ দেখায়। কায়ীরা বলল, ‘আমার মনে হয় একটা টাইফুন আসছে।’

নিহন চমকে উঠে কায়ীরার দিকে তাকাল, বলল,‘কী বলছ তুমি?’
কায়ীরার মাথা নাড়ল, বলল, হ্যা। এটা টাইফুনের সময়। সমুদ্রের পানির তাপমাত্রা বাড়ছে-বছরের সবচেয়ে ভয়ঙ্কর সময়।’

নিহল অবিশ্বাসের দৃষ্টিতে একবার সমুদ্রের দিকে আরেকবার আকাশের দিকে তাকাল, তারপর শুকনো গলায় বলল, ‘তুমি কেমন করে বুঝতে পারলে? কী দেখে বুঝতে পারলে?’
কায়ীরা মাথা নাড়ল, বলল, ‘জানি না। বাতাসে কিছু একটা হয়, পানিতে কিছু একটা থাকে।’

নিচে জলমানব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

জলমানব pdf বই ডাউনলোড

প্রকাশকঃ 
বইয়ের ধরণঃ সায়েন্স ফিকশন
বইয়ের সাইজঃ 5.83 MB
প্রকাশ সালঃ ইং
বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site