চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স pdf বই ডাউনলোড । চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স ধ্যানের গল্প নয়, উন্নত জীবনের গল্প নয়। এটা কোয়ান্টাম মেকানিক্স এর গল্প। তুমি, আমি, রাস্তার ধূলিকণা, আকাশের নক্ষত্র সবগুলোই অতি ক্ষুদ্র কিছু কণা দিয়ে তৈরী। এদের ইংরেজী নাম পার্টিকেল। ইলেক্ট্রণ, প্রোট্রণ, নিউট্রণ এগুলো সব ছোট ছোট পার্টিকেল। কোয়ান্টাম মেকানিক্স এই কণাগুলোর গল্প বলে।
আমরা ভূতের গল্প শুনেছি। বরমুডা ট্রায়াঙ্গেলের গল্প শুনেছি। এই কণাগুলো গল্প যেকোনো ভুতের গল্প থেকে বেশি রহস্যময়। বিজ্ঞান এই চরম ভূতুরে ব্যাপারগুলেঅ শুধু মেনেই নেয় না, এদেরকে ব্যবহারও করে। তোমার হাতের মোবাইল, পাশের ল্যাপটপ, প্রতিটা ইলেক্ট্রনিক জিনিস এই কোয়ান্টাম মেকানিক্স এর দান।
ম্যাক্স প্লাঙ্ক আইন কানুন খুব ভালোবাসতেন। তার জীবন চলে সময় মেপে মেপে, নিয়ম ফলো করে। ঠিক সকাল আটটায় তিনি সকালের নাশতা করেন। তারপর দুপুর পর্যন্ত টানা কাজ। সন্ধ্যার পর রুটিন করে আড্ডা। ছটিতে রুটিন করে পাহাড়ে ওঠা।
আর একটা জিনিস তিনি খুব ভালবাসেন। সেটা হচ্ছে পিয়ানো। ম্যাক্স প্লাঙ্ক নিখুঁত পিয়ানিস্ট। তার বাজনা শুনতে হাজিন হন নামি দামি প্রফেশনালরা। প্লাঙ্ক নিজে নিজে কিন্তু অসম্ভব খুঁতখুঁতে। অন্য কারো বাজনা তার পছন্দ হয় না। একটা ভুল পিচ শুনলে তার ভ্রু কুঁচকে ওঠে।
আরও দেখুনঃ কলিকাতায় নবকুমার pdf বই ডাউনলোড পদ্মা নদীর মাঝি pdf বই ডাউনলোড
এই মূহুর্তে প্লাঙ্ক এর ভ্রু পার্মানেন্টলি কুঁচকে আছে। পিয়ানো নিয়ে না, ব্যাপার তার চেয়েও সিরিয়াস। কৃষ্ণবস্তুর বিকিরণের হিসাব মিলছে না। অসীম মান আসছে।
মনে হচ্ছে হতচ্ছারা কৃষ্ণবস্তুর অসীম পরিমাণ শক্তি বিকিরণ করা উচিৎ। এই জিনিস অসম্ভব, কখনই হতে পারে না। প্রকৃতি অসীম জিনিসটা ঘৃণা করে। তারপরো হিসাব করে বারবার অসীম মান আসছে। প্লাঙ্ক মাপলেন। পরীক্ষার রেজাল্ট ঠিকই আছে। কোন অসীম রেজাল্ট নাই। কিন্তু খাতাকলমে হিসাব মিলছে না। প্লাঙ্ক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হিসাবে ভুলটা কোথায়?
চলো দেখে আসি জামেলাটা কোথায়? কৃষ্ণবস্ত হচ্ছে একটা জিনিস যে সব রকম কম্পাঙ্কের আলো খায়। লাল আলো খায়, নীল আলো খায়, হলুদ আলো খায়। অদৃশ্য আলোও খায়।
নিচে চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বিজ্ঞান বইয়ের সাইজঃ 3.81 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ নাঈম হোসেন ফারুকী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন