Sunday, October 19, 2025
Homeছোট গল্পগ্রিস ও ট্রয়ের উপাখ্যান pdf বই ডাউনলোড

গ্রিস ও ট্রয়ের উপাখ্যান pdf বই ডাউনলোড

গ্রিস ও ট্রয়ের উপাখ্যান pdf বই ডাউনলোড । প্রাচীন গ্রিক চারণকবিগণ বীরদের বিভিন্ন কীর্তি ও রোমাঞ্চকর ঘটনা সম্বন্ধে গান রচনা করে তারের বাদ্যযন্ত্র সহযোগে তা গাইতেন। বিশেষত গ্রিকদের ট্রয় অভিযান নিয়ে বহু গান রচিত হয়েছিল। ত্রেইয়অ (ট্রয়) বা ইলিওন শহরটি এশিয়া মাইনরের উপকূলে অবস্থিত ছিল।

উঁচু টিলার উপরে নির্মিত এই নগরের চতুর্দিকে প্রস্তুর প্রাচীরের বেষ্টনী একে দুর্ভেদ্য করে রেখেছিল। বিভিন্ন গ্রিক উপজাতি স্ব-স্ব রাজ্যাধিপতির নেতৃত্বে এই নগর আক্রমণ করার উদ্দেশ্যে অভিযান শুরু করে। গ্রিকরা সমুদ্রতীরের উপর তাদের কাষ্ঠনির্মিত জাহাজ টেনে নিয়ে গিয়ে শিবির স্থাপন করে ১০ বৎসর ধরে ট্রয় অবরোধ করে রাখে।

ট্রয় অভিযান সম্বন্ধীয় সমস্থ সঙ্গীত একত্রিত করে ‘ইলিয়াদ’ এবং ‘ওদিসি’ নামে দুটি মহাকাব্য রচনা করা হয়। কিংবদন্তি অনুযায়ী বিখ্যাত অন্ধ কবি হোমার এই সঙ্গীত সঙ্কলন ও পরিবর্তন-পরিমার্জন করেছিলেন। খ্রি. পূর্ব ৬ষ্ঠ শতকে মহাকাব্যদ্ব লিখিতরূপে লিপিবদ্ধ করা হয়।

‘ গ্রিস ও ট্রয়ের উপাখ্যান ‘ যখন ‘ধানশালিকের দেশ’ পত্রিকার ‘শহীদ দিবস সংখ্যায়’ (১৯৭৮) প্রকাশিত হয়, তখন অনবধানতাবশত উল্লেখ করা হয় নি যে, বইটি Rex Warner-কৃত ‘Greeks and Trojans’গ্রন্থ অবলম্বনে রচিত। সে ত্রুটির জন্য গ্রন্থকার দুঃখিত।

বইটিতে তিনটি খন্ড রয়েছে। এর মধ্যে দ্বিতীয় খন্ডটিই প্রধান। এটি মহাকবি হোমারের মহাকাব্য ‘ইলিয়াড’ – এর সংক্ষিপ্তসার। প্রথম খন্ডে ‘ইলিয়াড’ – পূর্ব কিছু কাহিনী রয়েছে, আর তৃতীয় খন্ডে আছে ‘ইলিয়াড’-উত্তর কিছু ঘটনা।

আরও দেখুনঃ
গোল্ডেন লায়ন pdf বই ডাউনলোড
গোল্ডেন ফক্স pdf বই ডাউনলোড

এ খন্ডে ট্রয়ি বীর ঈনিয়াসের কথা বলা হয়েছে, যার অভিযান কাহিনী নিয়ে ভার্জিল তাঁর মহাকাব্য‘ঈনিড’ রচনা করেন।

‘ গ্রিস ও ট্রয়ের উপাখ্যান বই টি কিশোরদের উদ্দেশ্যে রচিত হলেও এর কাহিনী চিরকালের এবং সকলকেই তা আনন্দদিতে পারে। বইটি পাঠকদের ভালো লাগলেই গ্রন্থকারের শ্রম সার্থক হয়েছে মনে করা যাবে।

অনেক কাল আগে, এশিয়া মাইনরের উত্তরে, সমুদ্র উপকূল থেকে একটু দূরে, ট্রয় নাকে এক নগরী অবস্থিত ছিল। সেখানেই গ্রিকদের সঙ্গে ট্রয়িদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল। একিলিস, হেক্টর িএবং আরো অনেক বড় বড় বীর সেই যুদ্ধে প্রাণ দিয়ে চিরদিনের জন্য বিখ্যাত হয়ে আছেন। তাদের দেবতারাও কেউ কেউ ট্রয়িদের পক্ষে, আবার কেউ কেউ গ্রিকদের পক্ষে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

নিচে গ্রিস ও ট্রয়ের উপাখ্যান pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

গ্রিস ও ট্রয়ের উপাখ্যান pdf বই ডাউনলোড

প্রকাশকঃ প্রতীক প্রকাশ
বইয়ের ধরণঃ ছোট গল্প
বইয়ের সাইজঃ 28.7 MB
প্রকাশ সালঃ 2003 ইং
বইয়ের লেখকঃ আবদার রশীদ

ডাউনলোড সার্ভার-১ঃ Download Now

[WP-Coder id=”1″

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site