গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র pdf বই ডাউনলোড। আমি ইন্দ্রনাথ রুদ্র, লিখে যাচ্ছি আমার এই কাহিনি, নিজের কলমে। বড় গোপ কাহিনি যে। মৃগাঙ্ককে দিয়ে লেখালে সে তাতে জল মেশাবে অথবা কল্পনার রং মেশাবে। তার ওপর আছে কবিতা টিটকিরি। সে আর এক জ্বালা পুরুষ মানুষ যে ভীস্ম হয়ে থাকতে পারে, সহজ এই ব্যাপারটা আমার এই অন্তর-টিপুনি দেওয়া বউদিটি কিছুতেই বুঝতে চায় না।
মেয়েদের সঙ্গে মেলামেশা রাখতে হয় বেইকি। নইলে কি সমাজের মধ্যে থাকা যায়? মেয়েরা আছে বলেই আমরা এই পুরুষরা টিকে আছি। নইলে কোনকালে ফৌত হয়ে যেতাম। তবে হ্যাঁ একটু গা বাচিঁয়ে চলতে হয়। সেটা একটা আর্ট। ইশ্বরের কৃপায়, আমি সে আর্টে আর্টিস্ট।
কল্পনা চিটনিস গ্যাংটকের মেয়ে। মানুষ হয়েছে ব্যাঙ্গালোরে বিয়ে করেছিল কলকাতার রবির-কে । ওদের একটা ছেলেও হয়েছিল। ছেলেটার নাম সোমনাথ। তারপর ছাড়াছাড়ি হয়ে যায়। সোমনাথের বয়স এখন দশ। কল্পনা সিকিম-গ্যাংটক-ব্যাঙ্গালোর-কলকাতা-গুজরাতের কালচারে মিশ খাওয়া এক আশ্চর্য কন্যা।
তার সবুজ পাথরের মতো আশ্চর্য চোখে যখন তখন সবুজ বিদ্যুাৎ নেচে নেচে যায়। ঝকঝকে মুকোতর মতো সারি সারি দাঁতে ফুটফুটে রোদ্দুর যখন তখন ঝলসে ওঠে। কথায় শোনায় যায় জলতরঙ্গ, দেহতরঙ্গে মনিপুরী নৃত্য । বড়ি ল্যা্ঙ্গুয়েজে বড় পোক্ত- এই কল্পনা। একটা জীবন্ত প্রহেলিকা ।
সে আমাকে ভালবাসে। আমি মনে মনে তা বুঝি। কিন্তু আমি তাকে স্নেহ করি, আমার ছোট বোনের মতো। সে জানে, আমি ধরাছোঁয়ার বাইরে। তাই সীমার বাইরে কখনও পা দেয় না। ফলে, আমাদের মধ্যেকার সম্পর্কটা বড় মধুর- সীমের মাঝে অসীম তুমি রাজাও আপন সুর। কল্পনা আমার কাছে একদিন একটা প্রবলেম নিয়ে এসেছিল। আমি নাকি প্রবলেম-শুটার ওর চোখে।
আমার কাছে আমি একটা ছাই ফেলতে ভাঙা কুলো। সে যাক। কল্পনা এসে বললে, দাদা, ঘর তো ভাঙল। এখন ছেলেটাকে তো বড় করতে হবে। আমি হুশিয়ার হয়ে গেলাম। বললাম, তা তো বটে। তা তো বটে! কল্পনা নিশ্চয় থট-রিডার। মন-পঠন বিদ্যায় পোক্ত। সব মেয়েরাই তাই হয়। আমার মতে, ওদের অগোচর কিছু থাকে না। যষ্ঠ ইন্দ্রিয় শুধু ওদেরই আছে।
নিচে গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নাথ পাবলিশিং |
বইয়ের ধরণঃ | রহস্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | অদ্রীশ বর্ধন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন