গোল্ডেন লায়ন pdf বই ডাউনলোড । তাদেরকে আর মানুষ বলে গণ্য করা যায় না। তারা এখন কেবল আফ্রিকা মহাদেশের ভেতর অবস্থিত ভারত মহাসাগরের উপকূলে পড়ে থাকা একদল মাংসপিন্ড। অধিকাংশের শরীর শত্রুর অবিরাম গুলির আঘাতে কিংবা ধারালো অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।
কারো কারো শরীর ডুবে গিয়েছে পানিতে। পেটে গ্যাট জমে তা আবার ভেসেও উঠেছে। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো ছিপি-আঁটা বোতল পানিতে হাবুডুবু খাচ্ছে। বেসে যাওয়অ মাংসপিন্ডগুলো মাংসখেকো সামুদ্রিক পাখি আর হঙ্গরদের জন্য উৎসবের আমেজ বয়ে নিয়ে এসেছে। কোনো কোনোটা ভাসতে ভাসতে আবার সমুদ্রের পাড়ে চলে এসেছে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে অন্য কোনো মানুষখেকো প্রাণী।
দুটি চোট চেলে তাদের মা ও নানীর সাথে পানির কিনার ঘেঁষে হেঁটে যাচ্ছে। প্রতিমূহূর্তে তারা চিৎকার করে উঠছে যেন তারা সমুদ্রের মাঝে নতুন কিচু আবিষ্কার করে ফেলেছে। ওটা কতটা তুচ্ছ এবং অবাঞ্ছিত, সেটা তাদের কাছে মূখ্য বিষয় নয়।
“ওইতো, আরেকটা দেখা যাচ্ছে,” বড় ছেলেটা সোমালি ভাষায় চিৎকার করে উঠে। জাহাজের মাস্তলের একটি ভাঙ্গা টুকরোর দিকে ইশারা করল সে যেটার সাথে ছেঁড়া পালটা তখনো ঝুলছিল। পালটার সাথে অদ্ভুতভাবে পাক খেয়ে আটকে আছে একটি মৃতদেহ যেটা দেখে বোঝা যায় যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত সে এটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু এখন তার মৃতদেহটা পড়ে আছে বালুকাবেলায়। যার সামনে দাড়িয়ে বাচ্চা ছেলেদুটি হাসছে।
আরও দেখুনঃ টম সয়ারের দুঃসাহসিক অভিযান pdf বই ডাউনলোড গোল্ডেন ফক্স pdf বই ডাউনলোড
“দেখ, পাখি তার একটি চোখ উঠিয়ে ফেলেছে,” বড় ছেলেটি চিৎকার করে উঠল। “সেই সাথে মাছেরা তার পুরো একটা হাত খেয়ে ফেলেছে,” ছোট ছেলেটি বলল। ছেঁড়াপালের এক টুকরো তার উপড়ে যাওয়অ হাতের অবশিষ্টংশকে ব্যান্ডেজের মতো করে প্যাঁচিয়ে রেখেছে, সেই সাথে তার সারা গায়ে কাপড় আগুনে পুড়ে গিয়েছে। তার কংকালসার শরীরের সাথে ঝুলে আছে ছেঁড়া টুকরোগুলো।
“ওইটা দেখ”, বড় ছেলেটি আবারো চিৎকার করে উঠল। “তার তলোয়ার-এর বেল্টের বাকলটা দেখ। এটা নিশ্চয়ই সোন বা রূপার তৈরী হবে। আমরা তো ধনী হয়ে গেলাম!“ ছেলেটি হাঁটু গেড়ে লোকটার পাশে বসল, এরপর ধাতব বাকলটা ধরে টানতে লাগল।
নিচে গোল্ডেন লায়ন pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রোদেলা প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 8.50 MB প্রকাশ সালঃ 2017 ইং বইয়ের লেখকঃ উলবার স্মিথ গং অনুবাদঃ লুৎফুন নাহার
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now