গাঙচিল মন pdf বই ডাউনলোড। মাটির রাস্তাটা একেবেকেঁ চলে গেছে দূর, বহুদূর। দুধার সবুজ ফসলে মাঠ, আদিগন্ত বিস্তৃত। সাগরের বুকে ভেসে থাকা দ্বীপের মতো বাড়িঘর মাঝে মাঝে; ছবির মতো সুন্দর। কাচাঁসোনা মিষ্টি রোদে গা ভাসিয়ে কেমন ঝিম মরে আছে প্রকৃতি। ঝিরঝির করে হাওয়া বলছে ও। ওর দুচোখ জুড়ে মুগ্ধতা। মাঝে মাঝে ঘাড় ফিলিয়ে দুচোখ ভরে দেখছি ওকে। আহ, কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে আমার! পথচারীরা কৌতূহলী হয়ে দেখছে আমাদের। দেখছে ফসলের মাঠে কাজ করতে থাকা কিষান-কিষানীরা।
অ্যাই-তুই অমন ঘোড়ার মতো হাটছিস কেন! একটু আস্তে হাটঁ না! হাপাঁতে হাপাঁতে হঠাৎ বিরক্ত স্বরে বললো মাহিন। থমকে দাড়াঁলাম। উপমা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে। কি বললি তুই!ফিক করে হেসে ফেললো ও। না.. মানে বলছিলাম অতো জোরে হাটছিস কেন? তোর সাথে তাল মেলাতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে আমার।
আরও বই দেখুনঃ
- পামরি pdf বই ডাউনলোড
- আমি এবং কয়েকটি প্রজাপতি pdf বই ডাউনলোড
- মৃন্ময়ীর মন ভালো নেই pdf বই ডাউনলোড
- সুখের কাছে pdf বই ডাউনলোড
- মনের মতো মন pdf বই ডাউনলোড
আহ, কি সুন্দর করে হাসে একটা মেয়েটা! হাসি দেখলে কলজে ছ্যাঁদা হয়ে যায়। আমি নিশ্চিত এ মেয়ে যদি আমার কলেজে বারবার ছুরি চালিয়ে দিয়ে এমনি করে একটু হাসে-একটুও ব্যথা পাবো না। স্পষ্ট টের পাচ্ছি ওর হাসি দেখে উত্তপ্ত চাদিঁ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু চাদিঁ ঠান্ডা হতে দেওয়া যাবে না।
এ মুহুর্তে। ঝটপট আরো রশ করে ফেলতে হবে। এতো গরম, যাতে মাথায় কেটলিভর্তি পানি বসিয়ে দিলে মুহুর্থে ফুটতে শুরু করে পানি। নইলে বদ মেয়েটা আরো লাই পেয়ে যাবে। সুযোগ পেলেই ও খোচাঁ দেয় আমাকে। এমন সব উপমা ব্যবহার করে যে কমুহুর্ত কথা সরে না মুখে। ঝট করে ৪৯ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় চাদিঁর তাপমাত্রা। না, এ অবস্থঅ আর চলতে দেয়া যায় না। কাভি নেহি! কণ্ঠসর যথাসম্ভব গম্ভীর করে বললাম, আমি ঘোড়ার মতো হাটি, না? আমি ঞোড়া হলে তুই কি? তুই তো মাদি ঘোড়া! দ্যাখ!
দুকোমরে দুহাত রেখে কৃত্রিম রাগে ফুঁসে উঠলো মাহিন, অসভ্যের মতো কথা বলবি না আমি মাদি ঘোড়া, না ? তো কি! আমি ঘোড়া হলে তুই তো মাদি ঘোড়াই! দ্যাখ লজ্জায় আমি কিন্তু লাল, নীল, বেগুনী হয়ে যাচ্ছি! তুই কি থামবি?না থামবো না তুই আমাকে ঘোড়া বললি কেন? এভাবেই চলতে থাকে ঝগড়া । বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে গাঙচিল মন এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | উপন্যাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | হাসান মোস্তাফিজুর রহমান |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন