গণিতের রঙ্গে হাসিখুশি গণিত pdf বই ডাউনলোড । সুন্দর চিন্তা অনেক আনন্দের একটা ব্যাপার। আমার মাঝে মাঝে মনে হয়, খাবারের সংস্থান থাকলে, শুধু চিন্তার আনন্দেই একটা অর্থবহ জীবন পার করে দেয়া যায়! গণিত হলো গুছিয়ে চিন্তা করার ভাষা, বিজ্ঞানের ভাষা।
গণিতের আনন্দ পেতে হলে গণিত অনুভব করতে হয়। আমার আনন্দ অনেকগুণে বেড়ে যাবে, যদি দেখি আমার মতো আরও অনেক মানুষ আনন্দটা অনুভব করছে। ইউটিউবে ‘গণিতের রঙ্গে’ শুরু করেছিলাম এ জন্যেই – গণিতের রঙ্গ, মজা সবার ভেতর ছড়িয়ে দিতে।
শুরুটা সুখের ছিল না। যুক্তরাষ্ট্রে Phd করতে আসলাম ২০১১ তে। রান্নাবান্না পারি না, গাড়ি চালাতে পারি না, বাইরে খেতেও যেতে পারি না। রুমমেট ইফতেখার হোসেন শোভন ভাই রান্না করেন, আমি অবনত মুখে খাই। ডিসেম্বরে ভাইয়া দেশে গেলেন, অবস্থা তখন আরও খারাপ!
একটা ছবি তোলার ক্যামেরা দিয়ে যখন গণিতের রঙ্গে প্রথম পর্ব শুট করি, আমি প্রায় দেড়দিন না খাওয়া! কিন্তু কী খুশি আমি! গণিতের আনন্দগুলো মানুষ একটু একটু কের অনুভব করবে – ভাবতেই মন খুশি হয়ে উঠছিল। ট্রাইপড নেই, লাইটের স্ট্যান্ডে স্কচটেপ দিয়ে ক্যামেরা ঝুলিয়ে দিলাম।
রেকর্ড বাটন চাপ দিয়ে দৌড় দিয়ে সামনে গিয়ে দাড়াই, অঙ্গভঙ্গি করি, ফিরে এসে দেখি কেমন দেখাচ্ছে। কোনমতে রাত ৩টায় শেষ হলো, আপলোড করলাম। বহু মানুষ দেখে ফেলল। যাত্রা শুরু হলো।
আরও দেখুনঃ নবাবগঞ্জের আগন্তুক pdf বই ডাউনলোড পদ্মা নদীর মাঝি pdf বই ডাউনলোড
ভিডিওগুলো করার সময় সাহায্য পেয়েছি অনেক। নাবিউল আফরোজ রাফি ভাইয়ের ক্যামেরা, ইশতিয়াক রউফ ভাইয়ের ট্রাইপড, ফজলে রাব্বি ভাইয়ের বানানো টি-শার্ট, বন্ধু মাহফুজ সিদ্দিকী হিমালয়ের সৎ সমালোচনা, কামরুজ্জামান কামরুল আর সাকিব রংপুরীর ব্যর্থ প্রচেষ্টা – কত গল্প এগুলোর পেছনে।
আমি আমার অন্তর থেকে বিশ্বাস করি যে, পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে গণিত। এখন আমি যদি মানুষকে বলি এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয়, সবচেয়ে মজার বিষয়, মানুষ কেন আমাকে বিশ্বাস করবে? এজন্য আমি চিন্তা করলাম যে, কিছু ভিডিও করে যাব যেখানে ম্যাথমেটিকসের খুব মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাবে।
প্রথমেই যারা নাম মাথায় আসছে তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি।
নিচে গণিতের রঙ্গে হাসিখুশি গণিত pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আদর্শ প্রকাশন বইয়ের ধরণঃ পড়াশুনা বইয়ের সাইজঃ 2.33 MB প্রকাশ সালঃ 2015 ইং বইয়ের লেখকঃ চমক হাসান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন