কাঠপেন্সিল pdf বই ডাউনলোড । বলপয়েন্ট নামে আমি ব্যাক্তিগত কিছু লেখা লিখেছি। বই আকাকরে বেরও হয়েছে। আনন্দ, দুঃখ এবং বঞ্চনার আরো কিছু গল্প আমার ঝুলিতে আছে। মাঝে মধ্যে লিখতে ইচ্ছা করে। ‘কাঠপেন্সিল’ নাম দিলাম, কারণ এই লেখাগুলি ইরেজার দিয়ে মুছে ফেললে সাহিত্যের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবার সম্ভাবনা আছে।
পুত্র নিষাদকে দিয়ে শুরু করি।
বইমেলা ( ২০০৯) শেষ হয়েছে। প্রকাশকরা লেখকদের প্রাপ্য কপি দিয়ে গেছেন। বন্ধুবান্ধবদের বিলিয়েও ঘরভর্তি বই।
পুত্র নিষাদ প্রতিটি বইয়ের ফ্ল্যাপ খোলে। তার বাবার ছবি বের করে এবং ‘এইটা আমামর বাবা’ বলে বিকট চিৎকার দেয়। তার এই চিৎকার আমার কানে মধু বর্ষণ করে।
দুই বছর বয়সে হঠাৎ এক দুপুরে সে সমালোচকের কঠিন ভূমিকায় অবতীর্ণ হলো। আমাকে এসে বলল, বাবা, বই ছিঁড়ব। আমাকে বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কখনো না বলব না। তার অনেক কর্মকাণ্ডে তার মা নিষেধাজ্ঞা জারি করে। আমি করি না। করুক না যা ইচ্ছা।
আমি বললাম, ঠিক আছে বাবা বই ছেঁড়ো। সে কয়েকটা বই ছিঁড়ল এবং বুঝতে পারল, বই ছেঁড়ার মতো সহজ না। তখন সে বলল, বাবা, তোমার বইয়ের উপর আমি পিসু করব।
আরও দেখুনঃ সাইকো pdf বই ডাউনলোড কে কথা কয় pdf বই ডাউনলোড
আমার কঠিন সমালোচকদের মুখে এবার নিশ্চয়ই হাসি ফুটেছে।তাঁরা আত্মতৃপ্তি নিয়ে বলছেন, পিসাব করার মতোই জিনিস। আরো আগেই পিসাব করা উচিত ছিল। দেরি হয়ে গেছে।
যাই হোক, আমি আমার বইয়ের স্তূপের ওপর পুত্রকে দাঁড় করিয়ে দিলাম। সে হাসিমুখে পিসাব করল।
এখন আমার বন্ধুবান্ধবরা বই নিতে এলে প্রথমেই বলেন, পিসাব ছাড়া কোনো বই আছে? থাকলে দিন।
আমি বললাম, ঘোড়া হয়েছি। পৃথিবীতে বৃদ্ধ ঘোড়াও কিন্তু আছে।
সে বলল, তুমি একজন লেখক মানুষ। তুমি ঘোড়া হয়ে ঘুরছ, দেখতে কেমন জানি লাগছে!
আমি বললাম, আমাদের নবিজী (দ) ঘোড়া সেজে তার নাতি হাসান-হোসেনকে পিঠে নিয়ে ঘুরতেন। আমি কোন ছাড়! লেখকদের গ্র্যান্ডমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাতনিদের পিঠে চড়িয়ে ঘুরতেন। ঘোড়ার প্রতি তাঁর বিশেষ দুর্বলতাও ছিল। ঘোড়াকে নিয়ে তাঁর বিখ্যাত সব কবিতা লিখলেন?
নিচে কাঠপেন্সিল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ অন্যপ্রকাশ বইয়ের ধরণঃ জীবনী বইয়ের সাইজঃ 5.36 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now