কাজলের দিনরাত্রি pdf বই ডাউনলোড । নাস্তার টেবিলে বসে গত দশ মিনিট থেকে আমি এক স্লাইস টোষ্ট খাওয়ার চেষ্টা করছি আর এর মাঝে আমার আব্ব চার স্লাইস টোস্ট, আধখানা মাখনের কিউব, প্রায় আধ বােতল জেলি, দুইটা ডিম, দুই গ্লাস অরেঞ্জ জুস আর দুই টুকরা পেঁপে খেয়ে ফেলেছেন।
কফি মেশিন থেকে বড় একটা মগে কফি ঢেলে সেখানে একটা চুমুক দিয়ে তার হঠাৎ খেয়াল হল যে আমি এখনাে এক স্লাইস টোস্টের মাঝেই আটকা পড়ে আছি। আবু আমার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বললেন, “কী হল? তুমি খাচ্ছ না যে?”
আমার আপুর সাথে দেখা সাক্ষাত বা কথাবার্তা হয় খুব কম, তাই তার সাথে আমার সম্পর্ক অনেকটা ভদ্রতার সম্পর্কের মতো। আমি টোস্টের এক কোনায় আরেকটা কামড় দিয়ে বললাম, “চেষ্টা করছি।”
আব্বু খুব গম্ভীর মুখে বললেন, “দিনের সবচেয়ে ইম্পরট্যান্ট মিল হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট ঠিক করে না খেলে কেমন করে হবে?”
আরও দেখুনঃ নিঃসঙ্গ বচন pdf বই ডাউনলোড মেয়েটির নাম নারীনা pdf বই ডাউনলোড
আমি কোন কথা না বলে টোস্টের টুকরাটা চিবিয়ে নরম করে গেলার চেষ্টা করতে থাকি। আবু সব সময় অসম্ভব ব্যস্ত থাকেন, আমার সাথে দেখা-সাক্ষাৎ হয় এত কম যে সেজন্যে বলতে গেলে আমার সম্পর্কে কিছুই জানেন না। সকালে নাস্তা করাটা আমার জন্যে একটা যন্ত্রণার মতো—সেটা এখন তাকে বোঝানো প্রায় অসম্ভব ব্যাপার। আমি তাই সেই চেষ্টা না করে টোষ্টে আরো একটা কামড় দিলাম।
আবু আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মনে হল বেশ একটু অবাক হয়ে বললেন, “দেখে মনে হচ্ছে তোমার খেতে কষ্ট হচ্ছে।”
আমি মাথা নাড়লাম, বললাম, “তা একটু হচ্ছে।”
আমার কথা শুনে আব্বু মনে হল রীতিমত চমকে উঠলেন, একজন মানুষের সকালে নাস্তা করতে কষ্ট হতে পারে ব্যাপারটা মনে হয় আবু চিন্তাও করতে পারেন না। অবাক হয়ে বললেন, “সে কী! কেন?” আম্মু তার নীল রংয়ের পোর্সেলিনের কাপে খেলনার মতো একটা টি-পট থেকে চা ঢালছিলেন, টি-পটটা টেবিলে রেখে আমি কিছু বলার আগেই একটা মুখ ঝামটা দিয়ে বললেন, “কারণ এটা একটা ঢং! আমাদের লাট সাহেব কাজল বেলা এগারোটার আগে কিছু খেতে পারেন না। তার গলায় ট্রাফিক জ্যাম হয়ে থাকে।”
নিচে কাজলের দিনরাত্রি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.96 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন