কদম pdf বই ডাউনলোড । রামকানাই এসে কাঁচুমাচু হয়ে দাঁড়াল; মাথাটি নীচু, একদিকে একটু হেলানো, একটি হাতের মুঠোর মধ্যে আর একটি হাতের মুঠো আবদ্ধ, মুখে করুনাপ্রার্থী অপরাধীর হাসি একটু। বিরক্ত হয়ে বললাম না, আর ছুটি আমি দিতে পারব না, কোনমতেই নয়। এই কমাসে কদিন ছুটি হল হিসাব রেখেছ তার? আমার কাজ চলে কি করে এদিকে?
একভাবে দাড়িয়েই রইল। বললাম না, হবে না, যাও। একা মানুষ, জান তো চাকর-বাকরই আমার হাত-পা একটা না একটা একটা ছুতো করে ক্রমাগত যদি ছুটিই নিতে থাক তো রাখা কেন তোমায়? তা বেশ, যাও, আমিও অন্য লোক দেখি। কথঅ কইল, বলল, আর ছুটি প্রয়োজন হবে না বাবু।
আরও বই দেখুনঃ
- ছুটি pdf বই ডাউনলোড
- বাদল দিনের দ্বিতীয় কদম ফুল pdf বই ডাউনলোড
- পুতুল pdf বই ডাউনলোড
- দলের নাম ব্ল্যাক ড্রাগন pdf বই ডাউনলোড
- বসন্তে pdf বই ডাউনলোড
তার মানে? নিয়েই আসব এবার । সেই কারণেই যেতে বলেছে। বটে! এখানে নিয়ে আসবে ? একটা রুগী মানুষ, মাসের মধ্যে বার বার করে গিয়ে তদারক করে আসতে হচ্ছে তোমায়; তবু যেমন শুনি, সেখানে দেখবার লোক রয়েছে। এখানে তো তাকে নিয়েই পড়ে থাকতে হবে তোমার। তারপর ? বিস্মিত হয়ে চুপ যেতে হল, রামকানাই ছোট্ট কোঁচার-খুটটা।
তুলে চোখ মুছছে, বার দুই চাপা কান্নার ফোসঁ-ফোসঁ শব্দও হল। বিরক্ত হয়েই প্রশ্ন করলাম- কাঁদো যে! সাদা কথায় আর কাজ হচ্ছে না। বলে বুঝি? না নিয়ে এলে আত্মহত্যে হবে বলেছে বাবু। এতদিন একত্রো ঘর করলুম। হোক আত্মহত্যে। না হয়, বলছিই তো কাজ ঝেড়ে একত্র ঘরই করোগে।
রোজ একটা না একটা মিছে বাহানা, এরকম করে কাজ করা চলে না বাপু। যাও । ঘুরে আবার অফিসের কাগজ নিয়ে পড়লাম। একটু পরে খুসখুস একটা আওয়াজ হতে ঘুরে দেখি আবার এসে দাড়িয়েছে। হাতে একটা গোলাপী-খান, তার মধ্যে থেকে একটা চিঠি অর্ধেকটা টেনে যে বের করেছে শব্দটুকু ছিল তারই।
প্রশ্ন করলাম- চিঠি! কার চিঠি? এই নিকেছে বাবু। বললেন মিচে বাহানা। করছি, তাই মনে করলুম উচিত যে হয় নি সেটা পরে হুঁশ হল। বিস্ময়ে যেন হতবুদ্ধি হয়ে হাতটা বাড়িয়ে চিঠিটি। নিলাম, আগাগোড়া পরেও গেলাম। খামের মত এর রংটাও গোলাপী, ওপর ডানদিকের কোণে একটা ফুটন্ত গোলাপ ফুলের ওপর একটা প্রজাপতি। এক জায়গায় একটু ফুলের তেন বা এসেন্সের ছোপ, গন্ধ তখনও একটু একটু লেগে রয়েছে। বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ ।
নিচে কদম pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 7.88 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিভুতিভূষন মুখোপাধ্যায় |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন