এ টাইম টু ডাই pdf বই ডাউনলোড । দু’ঘন্টার বেশী হলো একটুও নড়েনি মেয়েটা , নড়ে ওঠার জন্য প্রতিটি আড়ষ্ট পেশী কাপছে । অবশ হয়ে গেছে পেছনটা ।
লুকোবার আগে তাকে পরামর্শ দেয়া হলেও মুত্রথলি খালি করেনি ক্লডিয়া – পুরুষ সঙ্গীদের মাঝখানে একা একটা মেয়ে ও অস্বস্তি বেধ করা স্বাভাবিক , তাছাড়া আফ্রিকার গহীন জঙ্গল এখোনো তাকে এতোটা সন্তস্ত্র করে রেখেছে যে একা হেটে গিয়ে নিরিবিলি একটা জায়গা খুজে বসার সাহস হয়নি । তখন লজ্জা ও ? ভয় পাওয়ায় নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার ।
মাচাটা ঘাস দিয়ে মোড়া , চিকন ফাক আছে দেখার জন্য , সামনে ঘণ ঝোপ সযত্নে কেটে একটা সুরঙ্গ তৈরী করেছে বন্দুকবাহকেরা সযত্নে , কারণ প্রতিট সেকেন্ড তিন হাজার ফুট গতিতে ছুটন্ত বুলেটকে খুদে নগন্য একটা ডালও দিক ভ্রান্ত করে দিতে পারে । সুরঙ্গটা ষাট গজ লম্বা মাপা, যাতে রাইফেলে লাগানো টেলিস্কোপ সাাইট অ্যাডজাস্ট করতে সুবিধা হয় ।
আরও দেখুনঃ আ টেল অভ থ্রি লায়ন্স pdf বই ডাউনলোড আমার বন্ধু রাশেদ pdf বই ডাউনলোড
শরীরটা স্থির , শুধু চোখ ঘুরিয়ে বাবার দিকে তাকালো ক্লডিয়া , মাচার উপর তার পাশে বসে আছেন ।ইংরেজী হরফ ভি আকৃতির একটা ডালে লম্বা হয়ে রয়েছে তার রাইফেল , স্টক এর উপর শান্ত ভাবে পড়ে আছে ডান হাত । গালের পাশে এনে লক্ষ্য স্থির করার জন্য মাত্র কয়েক ইঞ্চি তুলতে হবে ওটা । শারীরিক কষ্টের মধ্যে থাকলে ও , রাইফেলের ওপর চোখ পড়তে রাগ হলো ক্লডিয়ার ।
ওই চকচকে অস্ত্রটা প্রানীনিধনের অন্যায় নেশা মেটানোর কাজে ব্যবহার করেন তার বাবা । বাবার প্রতিটি কাজ তাকে আঘাত করে নয়তো দ্বিধায় ফেলে দেয় । কোনোনা কোনো ভাবে তার অনুভূতিতে আঘাত করবেই । তার জিবনটাকে নিয়ন্ত্রন করেন তিনি ; বাবাকে সেজন্য একাধারে র্ঘণঅ করে ক্লডিয়া , ভালোওবাসে । বাধন ছিড়ে সবসময় পালাতে চায় মেয়ে , বাবা তাকে প্রতিবার অনায়েসে কাছে টেনে আনেন , জড়িয়ে রাখেণ অদৃশ্য বাঁধনে।
আসল কারণটা জানেন ক্লডিয়া , ছাব্বিশ বছর বয়সে এখন অবিবাহিত সে । গর্ব করার মত রুপ যৌবন তার। কত পুরুষ না তাকে পাবার জন্য পাগল ।
নিচে এ টাইম টু ডাই pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঝিনুক প্রকাশনী বইয়ের ধরণঃ অ্যাডভেঞ্চার বইয়ের সাইজঃ 5.14 MB প্রকাশ সালঃ 2010 ইং বইয়ের লেখকঃ উইলবার স্মিথ অনুবাদকঃ মখদুম আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন