একা একা pdf বই ডাউনলোড । রাতদুপুরে দুম দুম করে দপজায় কিল পড়তে লাগল। সাংঘাতিক কিছু একটা হয়েছে নিশ্চয়ই। আগুন-টাগুন লেগেছে কিংবা চোর এসেছে। চোর হবার সম্ভাবনাই বেশি। খুব চুরি হচ্ছে চারদিকে।
আমরা দুজনের কেউই ঘুমাই নি। ঘর অন্ধকার করে বসে আছি। বাবু ভাই তার শেষ সিগারেটটি ধরিয়েছে। সিগারেট হাতে থাকলে সে কোনো কথাবার্তা বলে না। কাজেই আমি গম্ভীর গলায় বললাম, কে?
দরজা খোল।
বড় চাচার গলা। ধরা যেতে পারে সাংঘাতিক কিছু হয় নি। এ বাড়িতে বড় চাচার কোনো অস্তিত্ব নেই। কাজকর্ম কিছু করেন না। সে জন্য তুচ্ছ ব্যাপার নিয়ে হৈ চৈ করে বাড়ি মাথায় তোলেন। একবার রোত তিনটায় এমন চেঁচামেচি শুরু করলেন যে পাহারদার পুলিশ আমাদের গেটের কাছে বাঁশি বাজাতে লাগল। আমি এবং বাবু ভাই দু’জনে ছুটে গিয়ে দেখি ছোট চাচির পোষা বিড়াল তাঁর ঘরে ঢুকে বিছানার উপর বমি করেছে। বড় চাচার সে কী চিৎকার। যেন ভয়ঙ্কর একটা কিছু হয়েছে।
আজ রাতেও নিশ্চয়ই সে-রকম কিছু হবে। হয়তো চাচির বিড়াল তাঁর ঘরে গিয়ে কুকীর্তি করে এসেছে। আর এই নিয়ে ঘুমুবার সময়টায় তিনি লাফঝাপ শুরু করেছেন।
আরও দেখুনঃ বিজ্ঞানের বিচিত্র কাহিনী pdf বই ডাউনলোড ছোটদের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান pdf বই ডাউনলোড
আমি বিরক্ত হয়ে বললাম, কী হয়েছে চাচা?
দরজা খুলতে বললাম—কানে যায় না?
ব্যাপারটা কী?
চড় দিয়ে দাঁত খুলে ফেলব, লাট সাহেব কোথাকার! দরজা খোল।
বাবু ভঅই সিগারেট ফেলে দিয়ে গম্ভীর স্বরে বলল, রাতদুপুরে কী শুরু করেছেন?
কী শুরু করেছি মানে? একটা মানুষ মারা যাচ্ছে।
কে মারা যাচ্ছে?
বড় চাচা তার উত্তর না দিয়ে প্রচণ্ড একটা লাথি কষালেন দরজায়।
বাবু ভাই উঠে দরজা খুলল। ঠাণ্ডা গলায় বলল, কে মারা যাচ্ছে?
বড় চাচা হুঙ্কার দিয়ে বললেন, সঙের মতো দাঁড়িয়ে থাকিস না। নিচে যা।
হয়েছেটা কী বলবেন তো?
বাবার অবস্থা বেশী ভালো না।
স্ট্রোক হয়েছে না কি?
হতে পারে। অবস্থা খুব সিরিয়াস। খুবই সিরিয়াস।
বড় চাচাকে দেখে মনে হলো না তিনি খুব বিচলিত। বরঞ্চ এই উপলক্ষ্যে হৈচৈ করার সুযোগ পাওয়ায় তাঁকে বেশ খুশি খুশিই মনে হল
নিচে একা একা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 8.77 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now