Wednesday, June 11, 2025
Homeজীবনীআহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড

আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড

আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড । আমি একটা ইতিহাসের ভেতর থেকে উঠে এসেছি

সাজ্জাদ শরিফ: লেখালেখি শুরু করলেন কিভাবে?
আহমদ ছফা : লেখালেখিটা আমার কাছে একটা এক্সিডেন্টের ব্যাপার। খুব ছোটবেলা, আমি বোধ হয় ক্লাস থ্রির ছাত্র, সে সময় আমাদের বাড়িতে বিভূতিরঞ্জন নাথ বলে একজন ভদ্র ছেলেকে নিয়ে তার বাবা জগন্নাথবাবু এসেছিলেন, যে জিন্নাহ্সাবের উপর ওনার একটা কবিতা ছাপা হয়েছে। উনি তখন ক্লাস সিক্সে নাকি সেভেনে পড়তেন। কবিতার একটা লাইনও মনে আছে-
’বুক ভেসে যায় নেত্র নীরে, জিন্নাহ্’র মরণে’

আমার বাবা তাকে দশ টাকা দিয়েছেন। দশ টাকা দেয়ার পরে , উনি তো চলে গেছেন, এরপরে আমারে নিয়া লাগছেন। আমি তো ছোট মানুষ! “তুমি পার না কেন? আমি তোমার দুইটা মাস্টার রাখছি, একটা ইংরেজি-বাংলা পড়াবার জন্য, আরেকটা আরবি-ফারসি পড়াবার জন্য . তুমি পার না কেন?” আমি ছো্ট মানুষ, পারব কী করে? বিভূতি কিন্তু নামকরা কবিয়াল এখন ঐ এলাকার । তখন আমি বাপের ইজ্জত রক্ষা করার জন্য বললাম যে আমিও একটা লিখব।

এখন ‘পাকিস্তান’, ‘জিন্নাহ’ এগুলো অনেক বড় বড় জিনিস , আমি হ্যান্ডেল করতে পারি না। ছোট মানুষ তখন। আমি তখন রামের গল্পটা শুনেছি। মনমোহন পন্ডিতের মা, উনি ‘রামায়ণ’ পড়তেন, আমি শুনতাম। রামের গল্পটা আমার ভাল লেগেছিল। তখন একটা কবিতা লিখলাম। ‘রামের পিতৃভক্তি’। কবিতাটা লিখলাম । দুই লাইন মনে আছে-
’যেইজন পিতা-মাতার প্রতি নাহি করে ভকতি
পরকালে হবে তার নরকে বসতি।’

আরও দেখুনঃ
নীলু হাজরার হত্যা রহস্য pdf বই ডাউনলোড
নির্বাচিত প্রেমের গল্প pdf বই ডাউনলোড

আমার বাবা ঐ কবিতা শোনার পরে, এইটাকে এক্সপোজার দেয়ার জন্য, কোন তো ফোরাম নাই গ্রামদেশে, আমার বাবা এমনে নামাজ-কালাম পড়তেন না, সেদিন শুক্রবারে আমাকে খেদিয়ে মসজিদে নিয়ে গিয়ে হাজেরান মজলিশের কাছে ঐ কবিতা পড়তে বাধ্য করলেন।

সাজ্জাদ: জুম্মার নামাজের পরে ’রামের পিতৃভক্তি’ পড়লেন, এটার মধ্যদিয়ে তো আপনার সমাজ-অতিক্রম করে গেলেন, প্রথম কবিতায়?
ছফা : এবং এটা যদি আজকের যুগে হত, তাহলে একটা খুন-খারাবি হয়ে যেত। এটা আমার প্রথম কবিতার প্রয়াস।
সাজ্জাদ: কিন্তু কবিতা তো কন্টিনিউ করার একটা ব্যাপার । পরে সাহিত্যরচনাকে জীবনের একটা অংশ হিসেবে বেছে নেন কিভাবে?

নিচে আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

আহমদ ছফার সাক্ষাৎকার সমগ্র pdf বই ডাউনলোড

প্রকাশকঃ খান ব্রাদার্স
বইয়ের ধরণঃ জীবনী
বইয়ের সাইজঃ 10.5 MB
প্রকাশ সালঃ 2009 ইং
বইয়ের লেখকঃ আহমদ ছফা


ডাউনলোড সার্ভার-১ঃ Download Now


বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Show Social Site
Hide Social Site