আহমদ ছফার ডায়েরি pdf বই ডাউনলোড । ৩১ ডিসেম্বর, ১৯৭১ । পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের পয়লা তারিখ আগরতলা এসেছিলাম। গতকাল ডিসেম্বর মাসের ৩০ তারিখ। দেশের দিকে যাচ্ছি। কোলকাতা এসেছিলাম সহায়হীন, সম্বলহীন, বন্ধুহীন।
চলে যাবার সময় ঢাকার মতো কোলকাতাকেও আপন মনে হচ্ছে। সুনন্দা, অর্চনা, সুনীলদা, মযহার ভাই সকলের স্মৃতি বড়ো মধুময়। প্লেন ছাড়তে দেরি হলো। বাংলাদেশের ওপর দিয়ে দেড় ঘন্টায় আগরতলা এলাম। আগরতলায় বন্ধুরা স্বাগত জানালেন। বিজনদাদের বাসায় যেয়ে বিকচের সঙ্গে ঘুমোলাম।
১ জানুয়ারি , ১৯৭২
নতুন বছরকে স্বাগতম। পেছনে রক্তের দগদগে স্মৃতি। আগরতলাতে নতুন বছর বেয়ারাভাবে এসেছে। কমলের বাসায় গিয়ে দেখা পেলাম না। রণেশদাদের বাসায় গেলাম। বই উপহার দিলাম। নীরা এবং জবাকে নিয়ে নিভার বাসায় গেলাম। সুখময়দার বাসায় খেলাম।
২ জানুয়ারি, ১৯৭২
আজ সকালবেলা ঘুম থেকে জেগে কমলের ওখানে গেলাম। শুয়ে পড়লাম। ওঠে খেলাম। বিকেলে সংবাদে গেলাম। রাতে কার্তিকদার বাসায় খেলাম। ধীরা শার্ট উপহার দিলো।
৩ জানুয়ারি, ১৯৭২
আজ কমলকে নিয়ে পথ দিলাম। আগরতলার সীমানা ছাড়লাম। হেঁটে হেঁটে সুলতানপুরে এসে রিকশা ধরলাম। ব্রাহ্মণবাড়িয়া এলাম। পলাশবাড়িতে জিনিষপত্তর রেখে বাড়িতে টেলিগ্রাম করলাম। সিরাজকে খুঁজে পেলাম। ড. আমিনের সঙ্গে কথা হলো। আলাপ করলাম। খালার বাসায় এসে খেয়ে ঘুমোলাম। ক্লান্তির ঘুম। সঙ্গে কমল। রিকশাওয়ালা ঠিক করলাম। রাত সাড়ে চারটার সময় এসে আমাদের জাগালো। আমরা গোকর্ণ লঞ্চঘাটের দিকে যাত্রা করলাম।
আরও দেখুনঃ নসিরাম pdf বই ডাউনলোড পাগলা গণেশ pdf বই ডাউনলোড
৪ জানুয়ারি, ১৯৭২
আজ সকাল ছ’টায় গোকর্ণ ঘাট থেকে লঞ্চ ছাড়লো। মানিকপুর ঘাটে যাত্রির ভারে লঞ্চ ডুবার উপক্রম। যাহোক, নরসিংদী এলাম। সেখানে খেলাম। নরসিংদী থেকে বাসে এলাম পাঁচ-সুকি। অনেকগুলো সেতু বিধ্বস্ত। পাঁচ-সুকি থেকে এলাম। আবার বাসে তারার বাজার । ঘাটে ভারতীয় সেনা কিলবিল করছে। শীতলক্ষ্যা
নৌকাযোগে পেরিয়ে বেবীট্যাক্সিতে এলাম টিকাটুলী। নওয়াবাদের বাসায় এলাম। পেলাম না। দৈনিক পাকিস্তানে এলাম। শামসুর রাহমান, আল মাহমুদ, মাহফুজউল্লাহ, মোর্শেদ, আহমেদ হুমায়ুনের সঙ্গে দেখা। মুজফ্ফর কাকুর দেয়া বই এখলাসউদ্দিন সাহেব নিলেন। শরীফ স্যারের বাসায় এলাম। হাসান গ্রীনরোডে নিয়ে এলো। নুরুল হুদাকে পেলাম।
নিচে আহমদ ছফার ডায়েরি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খান ব্রাদার্স বইয়ের ধরণঃ জীবনী বইয়ের সাইজঃ 17.2 MB প্রকাশ সালঃ 2004 ইং বইয়ের লেখকঃ আহমদ ছফা
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন