আমারও একটা প্রেমকাহিনি আছে pdf বই ডাউনলোড ।
’আমার ও একটা প্রেমাকাহিনি আছে।’
তরুণীটি বিষন্ন চোখে আমার দিকে তাকিয়ে বললেন।
একটা সাদা রঙের শার্ট গায়ে, জিনসের প্যান্ট হাঁটু অবধি প্রায় তোলা, একহারা গড়নের মেয়েটির মধ্যে একটা আকর্ষণ আছে। চোখ দুটো উজ্জ্বল, নাকটা টিকোলা। গালে একটুখানি টোল পড়ে।
আমি হাসলাম। কফির পেয়ালায় চুমুক দিয়ে বললাম, ‘আমাদের সবার জীবনে অন্তত একটা করে প্রেমকাহিনি আছে।’
‘আমারটা একটু আলাদা।’
আমি মুখে বললম, ‘নিশ্চয়ই।’
মনে মনে বললা, এ কথা প্রত্যেকেই মনে করে যে তার জীবনের গল্পটাই সবচেয়ে চমকপৃদ, একবোরে ফাটাফাটি; অনেকে বলে, আমার জীবনকাহিনি নিয়ে ছবি বানান, নাটক বানান, আমার গল্পটা একেবারে সিনেমার মতো।
‘আমার কাহিনিটা আপনাকে বলব, শুনবেন?’
আমি বললাম, ‘হ্যাঁ, শুনব।’
আমেরিকার প্রভিডেন্স শহরের ব্রাউন ইউনিভার্সিটির বুক স্টোর কাম কফিশপে বসে আছি আমরা। দুটো গোলকৃতি সোফায়। মুখোমুখি। স্টোরটার নাম ব্রাউন বুক স্টোর।
এই তরুণীর সঙ্গে দেখা হয়েছে ফুটপাতে। যাচ্ছিলাম ব্যাংকের দিকে। লিটেরারি আর্টস ভবনের দোতলায় আমার ঘরটা। নির্জন রাস্তাঘাট, একজন-দুজন শিক্ষার্থী কিংবা শিক্ষককে হাঁটতে দেখা যায়। বাঝেমধে।য গাড়ি ছুটে যায়, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে, যদিও গ্রীষ্মের দুপুর ঝকঝক করছে রোদে। হঠাৎ শুনি, ‘এই, এই, আপনি আনিসুল হক না?’
আমি চমকে উঠলাম। ই নির্জণ বিদেশি বিশ্ববিদ্যালয়ে, গ্রীষ্মের অবকাশে, যখন ফাঁকা রাস্তায় মাঝেমধ্যে কেবলই ইংরেজী কথা শোনা যায়, এবং তরুণ-তরুণীদের প্রতি ৫টা বাক্যের একটায় অন্তত একটা ‘এফ ওয়ার্ড থাকে, তখন খাটি বাংলায় কে আমাকে নাম ধরে ডাকে।
আরও দেখুনঃ আলো অন্ধকারে যাই pdf বই ডাউনলোড একতারা pdf বই ডাউনলোড
পেছনে তাকিয়ে দেখলাম একেবারে একটা শ্যামল রং বাঙালি রমণী।
হেসে বললাম, ‘হ্যাঁ। আনিসুল হকই বটে।’
তিনি বললেন, ‘আমি আপনার দু-একটা লেখা পড়েছি, আর দু-তিনটা নাটক দেখেছি।
আমি বললাম, ‘বাহ্। আপনি তো ভালোই দেখেছেন-পড়েছেন তাহলে।’
‘কতদিন হলো এখানে এসেছেন।’
আমি হাতের জ্যাকেটটা ডান হাত থেকে বাম হতে এন বললাম, ‘এই তো। এক সপ্তাহও হয়নি।’
‘কেন? কোনো প্রোগ্রামে?’
‘হ্যাঁ। একটা প্রোগ্রামে। ব্রাউন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব লিটেরারি আর্টসে একটা রেসিডেন্সি প্রোগ্রাম। আমি এখানে এক মাস থাকব।’
নিচে আমারও একটা প্রেমকাহিনি আছে pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রথমা প্রকাশন বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 5.69 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now