আত্মসম্মোহন pdf বই ডাউনলোড। সম্মোহন বা হিপনোটিজমের নাম আমরা সবাই শুনেছি। বিভিন্ন বই- পুস্তক, সিনেমা-টিবি দেখে এ সম্পর্কে একটা মোটামুটি ধারণাও আমাদের আছে। কাজেই বিস্তারিক বর্ণনা নিস্প্রয়োজন। একজন সম্মোহনকারী (Hypnotist) যখন অপর কাউকে সম্মোহন করেন তখন সেটাকে বলা হয় Hetero Hypnosis,বা পর-সম্মোহন করেন, তখন সেটাকে বলা হয় Hetero Hypnosis,বা পর-সম্মোহন।
কিন্তু সম্মোহনকারী যখন নিজেই নিজেকে সম্মোহন করেন, তখন তাকে বলা হয় Auto বা Self Hypnosis, বা আত্মসম্মোহন । আত্মসম্মোহন হচ্ছে, সংক্ষেপে বলতে গেলে এমন একটা বিদ্যা যার মাধ্যমে আপনি আপনার মহাশক্তিশালী অবচেতন মনকে নিজের ইচ্ছেমত বিভিন্ন কাজে লাগাতে পারেন।
আরও বই দেখুনঃ
- ফরেক্স ট্রেডিং বই pdf ডাউনলোড
- মন নিয়ন্ত্রণ pdf বই ডাউনলোড
- মেঘনাদবধ কাব্য পঞ্চম সর্গ pdf বই ডাউনলোড
- বডি ল্যাংগুয়েজ pdf বই ডাউনলোড
- দাঁড়কাকের সংসার pdf বই ডাউনলোড
চেতন ও অবচেতন মনের যোগ-সাধন করা এবং চেতন মনের আদেশ বা নির্দেশ অবচেতন মনে পৌছেঁ দেওয়ার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আত্মসম্মোহন । এরতিনটি স্তর আছে, হালকা বা Lethargic স্তর, মাঝারি বা Eataleptic স্তর ও গভীর বা somnambulistic স্তর। স্বাভাবিকভাবেই আপনি চানতে চাইবেন এই বিদ্যা শিখে আপনার কি কি লাভ হবে, এর প্রয়োগে কোনরকম ক্ষতির সম্ভাবনা আছে কিনা, এ বিদ্যা অর্জন করার দক্ষমা আপনার আছে কিনা এবং থাকলে কতদিনে তা সম্ভব।
প্রথমে লাভের কথাই ধরা যাক। লাভ অপরিসীম। কতটা, তা এখনও সম্পুর্ণভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। অতি প্রাচীন বিদ্যা হলেও একে বহুদিন মানুষ অবহেলা বা ভয়ের চোখে দেখে আসছে। একে বাস্তব কাজের লাগাবার জন্যে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে মাত্র অল্পদিন যাবত। বর্তমানে হাজার হাজার গবেষক কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে এর বহুমুখী ফলপ্রদ প্রয়োগ আবিস্কারের জন্যে।
এখন পর্যন্ত এর উপকারিতা সম্পর্কে আমরা যা জানি তা হলো হালকা বা মাঝারি স্তরে পৌছুতে পারলেই এই বিদ্যা প্রয়োক রে আপনি গভীর উদ্বেগ, উত্তেজনা আত্মসম্মোহন ও দুশ্চিন্তার হাত থেকে রক্ষা পেতে পারেন। অতিরিক্ত লজ্জা ও মঞ্চভীতি দুর করতে পারেন, অমূলক ভয়, যৌন অনীহা বা অক্ষমতা ও হতাশাজনিত সমস্যা সমাধান করতে পারেন, আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যেয়, উদ্যম ও উৎসাহ অর্জন করতে পারে।
লক্ষ্যস্থির করে নিয়ে নিশ্চিত পদক্ষেপে নিজ লক্ষ্যে পৌছুতে পারেন, অতিরিক্ত ধূমপান, মদ্যপান ও অতিভোজনের অভ্যাস দূর করতে পারেন, হীনতা বোধ ও গড়িমসির প্রবণতা দূর করে প্রাণবন্ত সক্রিয় হয়ে উঠতে পারেন। এবং আরো যত ইত্যাদি বিষয় আছে সব গুলো থেকে বাচাঁ যাবে।
নিচে আত্মসম্মোহন এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | প্রজাপতি প্রকাশন |
বইয়ের ধরণঃ | সম্মোহন বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.67 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | বিদ্যুৎ মিত্র |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন