আগুনের পরশমণি pdf বই ডাউনলোড । সারাটা সকাল উৎকন্ঠার ভেতর কাটল। উৎকন্ঠা এবং চাপা উদ্বেগ। মতিন সাহেব অস্থির হয়ে পড়লেন। গেটে সামান্য শব্দ হতেই কান খাড়া করে ফেলেন, সরু গলায় বলেন – বিন্তি দেখতো কেউ এসেছে কি না।
বিন্তি এ বাড়ির নতুন কাজের মেয়ে। তার কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই, কিন্তু গেট খোলায় খুব আগ্রহ। সে বার বার যাচ্ছে এবং হাসি মুখে ফিরে আসছে। মজার সংবাদ দেয়ার ভঙ্গিতে বলছে – বাতাসে গেইট লড়ে। মানুষজন নাই।
দুপুরের পর মতিন সাহেবের উদ্বেগ আরো বাড়ল। তিনি তলপেটে একটা চাপ ব্যথা অনুভব করতে লাগলেন। এই উপসর্গটি তাঁর নতুন। কোনো কিছু নিয়ে চিন্তিত হলেই তলপেটে তীক্ষা যন্ত্রণা হতে থাকে। ডাক্তার-টাক্তার দেখানো দরকার বোধ হয়। আলসার হলে কি এ রকম হয়? আলসার গেল নাকি?
মতিন সাহেব পাঞ্জাবি গায়ে দিলেন। চুল আঁচড়ালেন।
সুরমা অবাক হয়ে বললেন, “কোথায় যাচ্চ তুমি?”
-এই একটু রাস্তায়।
রাস্তায় কি?
-কিছু না। একটু হাঁটব আর কি।
তিনি হাসতে চেষ্টা করলেন।
সুরমার দৃষ্টি তীক্ষ্ণ হল। গত রাতে তাঁদের বড় রকমের একটা ঝগড়া হয়েছে। সাধারণত ঝগড়ার পর তিনি কিছুদিন স্বামীর সঙ্গে কোন কথা বলেন না। আজ তার ব্যতিক্রম হল।
আরও দেখুনঃ অচিনপুর pdf বই ডাউনলোড অদ্ভূত সব গল্প pdf বই ডাউনলোড
তিনি কঠিন গলায় বললেন, ‘তুমি সকাল থেকে এ রকম করছ কেন? কারোর কি আসার কথা?’
মতিন সাহেব পাংশু মুখে বললেন – আরে না, কে আসবে? এই দিনে কেউ আসে?
মতিন সাহেব স্ত্রীর দৃষ্টির এড়াবার জন্যে নিচু হয়ে চটি খুঁজতে লাগলেন।
সুরমা বললেন, রাস্তায় হাঁটাহাঁটির কোনো দরকার নাই। ঘরে বসে থাক।
-যাচ্চি না কোথাও। এই গেঁটের বাইরে দাঁড়িয়ে থাকব।
গেটের বাইরে শুধু শুধ দাঁড়িয়ে থাকবে কেন?
তিনি জবাব দিলেন না।
স্ত্রীর কথার অবাধ্য হবার ক্ষমতা তাঁর কোন কালেই ছিল না। কিন্তু আজ অবাধ্য হলেন। হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে গেটের বাইরে দাড়িয়ে রইলেন। রাস্তা ফাঁকা। তিনি পর পর দুটি সিগারেট শেষ করলেন, এর মধ্যে মাত্র একটা রিকশা গেল। সে রিকশাও ফাঁকা।
নিচে আগুনের পরশমণি pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 3.48 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now