আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ৩ pdf বই ডাউনলোড । মনের সুখে গুনগুন করতে করতে এসে রিসেপমন রুমে ঢুকল জিমি টার্নার।
‘বুড়ো সাওয়ারপাস আছে?’ প্রশ্নটা করেই চোখ টিপল সে, লজ্জায় লাল হয়ে গেল সুন্দরী সেক্রেটারী।
‘আছেন, আপনার জন্যেই অপেক্ষা করছেন,’ ইশারা কলল সে একটা দরজার দিকে, যার ওপরে মোটা মোটা কালো হরফে লেখা আচে–ফ্রাঙ্ক ম্যাককাচিওন, জেনারেল ম্যানেজার, ইউনাইটেড স্পেস মেইল।
ঢুকল জিম। ‘হ্যালো স্কিপার, এবার কি সংবাদ?’
‘ও, তুমি?’ মুখ তুলল ম্যাককাচিওন। ‘বস।’
পাকা, মোটা মোটা ভ্রূর নিচ দিয়ে তার দিকে তাকিয়ে রইল ম্যাককাচিওন, যাকে ইউনাইটেড স্পেস মেইলের সব সদস্যই আদর করে ‘বুড়ো সাওয়ারপাস’ বলে ডাকে। এখনকার সবচেয়ে পুরনো কর্মচারীও তাকে কখনো হাসতে দেখেনি। তবে গুজব শোনা যায়, শিশু থাকতে তার বাবাকে আপেলগাছে থেকে পড়ে যেতে দেখে সে নাকি একবার হেসেছিল। এখন তার হাবভাবে মনে হচ্ছে, ওটা স্রেফ গুজবই।
‘শোন, টার্নার,’ প্রায় ধমকে উঠল সে, ‘ইউনাইটেড স্পেস মেইল একটা নতুন সার্ভিস চালু করতে যাচ্ছে, যার পথিকৃৎ হবে তুমি।’ টার্নার ভেংচি কাটা সত্ত্বেও বলে চলল সে ‘এখন থেকে ভেনেরিয়ান মেইল সারা বছরই চালু থাকবে।’
আরও দেখুনঃ বিচারক pdf বই ডাউনলোড ফাউণ্ডেশন pdf বই ডাউনলোড
‘কী! আমার তো মনে হয়, শুক্র কেবল সূর্যের এপাশে থাকার সময়ে ছাড়া ভেনেরিয়ান মেইল চালু রাখা অর্থনৈতিক দিক দিয়ে খুবই ক্ষতিকর হবে।’
‘নিশ্চয়ই,’ স্বীকার করল ম্যাককাচিওন, ‘যদি আমরা গতানুগতিক পথ ধরে এগোই। কিন্তু সূর্যের যথেষ্ট কাছে পৌঁছুতে পারলে আমাদের পতের দূরত্ব একেবারে কমে যাবে। তারা একটা নতুন শিপ তৈরি করেচে, যেটা সূর্যের দু’কোটি মাইলের মধ্যে গিয়ে অনির্দিষ্ট কাল অবস্থান করতে পারে।’
ইতস্তত ভাব নিয়ে বাধা দিল জিমি, ‘এক মিনিট, স-মিঃ ম্যাককাচিওন, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। শিপটা কেমন ধরনের?’
‘সেটা আমি কিভাবে জানব? তাদের মুখে যেটুকু শুনেছি তা হল : এটা এমন এক ফিল্ড তৈরি করবে, যাতে শিপের চারপাশের সূর্যরশ্মি বেঁকে অন্যদিকে সরে যাবে। ফলে তোমাকে কোনো তাপই লাগবে না, চিরকাল সেখানে থেকে যেতে পারবে নিউইয়র্কের চেয়েও ঠাণ্ডা আবহাওয়ায়।’
নিচে আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশন গল্প ৩ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঐতিহ্য বইয়ের ধরণঃ সায়েন্স ফিকশন বইয়ের সাইজঃ 8.80 MB প্রকাশ সালঃ 2003 ইং বইয়ের লেখকঃ আইজাক আসিমভ অনুবাদঃ হাসান খুরশীদ রুমী
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন