আঁধার রাতের বন্দিনী pdf বই ডাউনলোড। অন্যদিনের মতো আজও গোসল ও খানাপিনা সেরে কিতাববাদি-খাতা-কলম নিয়ে ছাত্রাবাস হতে ক্লাসরুমে প্রবেশ করি। ক্লাস শুরুর আর মাত্র পাচঁ মিনিট বাকি। ছাত্ররা নিজ নিজ আসনে বসে হুজুরের আগমনের অপথ- পানে অধীরে আগ্রহে চেয়ে আছে। দপ্তরী তৃতীয় তলায় ঝুলান ঘন্টায় দশটি আঘাত হানার সাথে সাথে প্রথম প্রিয়ডের হুজুর ক্লাসে আসবেন।
কিন্তু আজ অন্যদিনের মতো ঘন্টাটি শোনা গেলোনা। এল পাগল ঘন্টার বিপদ ধ্বনি। পাগলা ঘন্টা শোনার সাথে সাথে ছাত্ররা যার যার কিতাবাদি যথাস্থানে রেখে দিয়ে ছুটল মসজিদপানে। এক এক করে অল্পক্ষণের মধ্যেই মসজিদটি কানায় কানায় ভরে গেলো। এখন কেউ আর রুমে নেই, নেই আঙিনায়। বড় হুজুর মলিনমুখে মিম্বরের হাতলে হাত রেখে আমাদের দিকে ফিরে দাঁড়ালেন। তার চোখ দুটি লাল, অশ্রুভেজা।
আরও কিছু বই দেখুনঃ
- গদ্যকার্টুন সমগ্র pdf বই ডাউনলোড
- রূপসী বন্দিনী pdf বই ডাউনলোড
- গুহা মানব pdf বই ডাউনলোড
- যখন নামিবে আঁধার pdf বই ডাউনলোড
তিনি ক্ষীণ আওয়াজে ভাঙ্গা ভাঙ্গা সুরে বললেন, বাবারা! দুরুদ-এস্তেগফার পড়ে খুব বিনয়ের সাথে একাগ্রচিত্তে দোয়ায়ে ইউনুস পাঠ কর। দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা নিয়মানুযায়ী দুরুদ-এস্তেগফার পড়ে শুন শুন শব্দে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্ত মিনাজ যোয়ালিমিন।
পড়তে লাগলাম। এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর হিসাবে করে দেখা গেলো, সোয়া লাখের অধিক পড়া হয়েছে। বড় হুজুর আবার উচ্চস্বরে দুরুদ- এস্তেগফার পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। আমিন, আমিন রবে মসজিদ প্রকম্পিত হয়ে ওঠলো।
দীর্ঘ মুনাজাত শেষে বড় হুজুর মিম্বরে দাড়িয়ে বললেন; হে আমার আজিজ তলাবা ও সহকারী আসাতিজাবৃন্দ! সমরকন্দের জামে মসজিদের খতিবসহ দশ-বারজন আলেমকে কমিউনিস্টরা ধরে নিয়ে এক জায়গায় বিবস্র করে বাশ্র ফায়ারে শহিদ করে দিয়েছে।
দীর্ঘ মুনাজাত শেষে বড় হুজুর মিম্বরে দাড়িয়ে বললেন; হে আমার আজিজ তলাবা ও সহকারী আসাতিজাবৃন্দ! সমরকন্দের জামে মসজিদের খতিবসহ দশ-বারজন আলেম কমিউনিস্টরা ধরে নিয়ে এক জায়গায় বিবস্র করে ব্রাশ ফায়ারে শহিদ করে দিয়েছে। শুনে শত শত ছাত্রের জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন বেরিয়ে এল।
নিচে আঁধার রাতের বন্দিনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 2.16 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ |
বইয়ের লেখকঃ | আমিরুল ইসলাম |
অনুবাদকঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন।