অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার pdf বই ডাউনলোড । যাঁরা অ্যালান কোয়াটারমেইনের নাম শুনেছেন, তাঁরা হয়তো ভাবতে পারেন, ফুলের সঙ্গে এই লোকের কি সম্পর্ক । বিশেষ করে তা যদি হয় আবার অর্কিড । কিন্তু অতীতে একবার এমন চমকপ্রদ এক অর্কিড অভিযানে আমি অংশ নিয়েছিলাম যে, আমার মনে হয় তার বিস্তারিত বর্ণনা না লিখে রাখাটা অন্যায় হবে। ঠিক করেছি লিখে রেখে যাব, পরে কেউ যদি লেখাটা প্রকাশ করে, তা হলে করতে পারে, আমার কোন আপত্তি নেই।
বছরটা ছিল… থঅক, বাদ দিন। সে অনেক দিন আঘের কথা । তখন তরুণ ছিলাম আমি । গিয়েছিলাম লিমপেোপো নদীর উত্তরে, ট্রান্সভালের সীমান্তে । সঙ্গে ছিল স্ক্রপ নামের এক ভদ্রলোক । চার্লস স্ক্রপ ।
ইংল্যান্ডের এসেক্স থেকে আফ্রিকার ডারবানে শিকরের লোভে এসেছিল সে । এটুকু বলা যায়, তার আসবার অন্তত একটা কারণ ছিল শিকার করা । অন্য এবং প্রধান কারণটি ছিল এক মহিলা । তাকে আমি মিস মার্গারেট ম্যানার্স বলব, যদিও তার আসল নাম ওটি নয় ।
আরও দেখুনঃ আই লাভ ইউ, ম্যান ১ pdf বই ডাউনলোড শিশু পালন pdf বই ডাউনলোড
বাগদান ঠিক হয়ে ছিল মিস্টার স্ক্রপ আর মিস ম্যানার্সের । পরস্পরকে পছন্দ করত তারা । কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে. আরেক আকর্ষণীয় ভদ্রলোকের সঙ্গে মার্গারেট ম্যানার্স পরপর চারবার নাচায় মিস্টার স্ক্রপ আর মহিলার মধ্যে ভয়ানক ঝগড়ার সূত্রপাত ঘটে । কারণও আছে । এসেক্সের হান্ট বল-নাচে মিস্টার স্ক্রপের সঙ্গে দু’বার নাচার কথা ছিল মিস ম্যানার্সের, কিন্তু তার বদলে নেচেছে সে ওই অন্য ভদ্রলোকটির সঙ্গে । এতে করেই তর্ক-বিতর্কের সূচনা হয় ।
মিস্টার স্ক্রপ জোর দিয়ে বলে, এ-ধরনের বিশ্রী আচরণ সে কিছূতেই মেনে নিবে না ।
জবাবে মিস ম্যানার্স বলে, তার উপর কেউ মাতবরী করবে সেটা সে অবশ্যই সহ্য করবে না । ভবিষ্যতেও নিজের ইচ্ছেতে চলবে সে, যেমনটি চলছে বর্তমানে।
সোজা কথায়, মিস্টার স্ক্রপ তখন মিস ম্যানার্সকে জানিয়ে দেয়, যা খুশি করো তুমি, জাহান্নামের চৌরাস্তায় গেলেও আমার কিছু আসবে যাবে না ।
জবাবে মিস ম্যানার্সও রেগে গিয়ে বলে, আর কখনও মিস্টার স্ক্রপের চেহারা দেখতে চায় না সে ।
নিচে অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ অনুবাদ বই বইয়ের সাইজঃ 11.5 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড অনুবাদঃ কাজী মায়মুর হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন