অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস pdf বই ডাউনলোড। চার নম্বর প্রিভেট ড্রাইভের নাস্তার টেবিলে তর্কটা এই প্রথমবারে মতো বাধলো না। খুব ভোরেই ঘুম ভেঙ্গে গিয়েছিল মিস্টার ডার্সলির, মানে ঘুমটা ভেঙ্গে দিয়েছিল তার ভাগ্নের ঘরের ওই অশুভ পেঁচাটার ডাক।
এটা নিয়ে এই সপ্তাহের মধ্যেই এই ঘটনা তিনবার হলো! খাওয়ার টেবিলের ওপর থেকে তিনি হুংকার দিয়ে উঠলেন হ্যারিকে। তুমি যদি ওই পেঁচাটাকে থাকামে না পারো তবে ওটাকে যেতেই হবে।
আরও দেখুনঃ ঘুণপোকা pdf বই ডাউনলোড
আরো একবার হ্যারি ব্যাপারটা ব্যখ্যা করবার চেষ্টা করল। ঘরে থেকে থেকে ওটা বিরক্ত গেছে, বলল হ্যারি। বাইরে সে উড়ে বেড়াতো চারদিকে। শুধু যদি আমি ওকে রাতে বের হতে দিতে পারতাম আমাকে কি বোকা মনে হচ্ছে? দাতঁ খিচালেন আঙ্কল ভার্নন, ওর গোঁফের ঝোপের মধ্যে ভাজা ডিমের খানিকটা তখনও ঝুলছে। ওই পেচাঁটাকে বাইরে যেদে দিলে যে কি হবে।
হ্যারি পটার কে আপনারা কি চিনেন?
সেটা আমার খুব ভাল করেই জানা আছে! কথাটা বলে তিনি স্ত্রী পেতুনিয়ার দিকে তাকালেন। যুক্তি দিয়ে হ্যারি ব্যাপারটা পরিস্কার করতে চেয়েছিল, কিন্তু ডার্সলির পুত্র ডাডলির ইয়া বড় এক ঢেকুরের বিকট শব্দে ওর কথাগুলো চাপা পড়ে গেলো। আমাকে আরো বেকন দাও।
আরও দেখুনঃ বনি pdf বই ডাউনলোড
ফ্রাইং প্যানে আরো আছে মিষ্টি সোনা, বললেন আন্ট পেতুনিয়া, পুত্রের দিকে আদরে মন আচ্ছন্ন করা ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে। সুযোগ যখন পাওয়া গেছে তোমাকে ভালো করে খাওয়ানো দরকার–ওই স্কুলে খাওয়ানোর ব্যাপারটা আমার একেবারেই অপছন্দ..ননসেন্স, পেতুনিয়া কি বাজে কথা বলছ, স্মেলটিংস এ আমি কখনও খালি পেটে থাকিনি, বললেন আঙ্কল ভার্নন। ডাডলি ও যথেষ্ট পাচ্ছে তাই না বেটা? ডাডলি, এত বিশাল যে তার পাছার দুই দিকে কিচেন চেয়ারের দুই পাশে ঝুলে পুড়ছে।
দাতঁ কেলিয়ে হ্যারির দিকে তাকাল। ফ্রাইং প্যানটা এদিকে দাও। তুমি কি সেই ম্যাজিক শব্দটা ভুলে গেছ, বলল হ্যারি বিরক্ত হয়ে। পরিবারের অন্যদের ওপরও এই ছো্ট্ট কথাটার অবিশ্বাস্য রকমের প্রতিক্রিয়া হলো: দম বন্ধ হয়ে এলো ডাডলির, এমন প্রচন্ড শব্দে চেয়ার থেকে নিচে পড়ল যে পুরো কিচেনটিই কেপেঁ উঠল। মিসেস ডার্সলির মুখ থেকে ছো্ট্ট একটা আর্তনাদ বেরিয়ে এলো, পরক্ষনেই দাত দিয়ে মুখচাপা দিলেন তিনি।
আরও দেখুনঃ সাম্প্রতিক বিবেচনা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
নিচে অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 11.9 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ জে.কে রাওলিং
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন