অশ্বডিম্ব pdf বই ডাউনলোড । একজন রম্যলেখক গল্প বল
ডাক্তারের কাছে রোগী গেছে। তার পায়ে ব্যান্ডেজ বাঁধা।
ডাক্তার তাকে বললেন, আপনার কী সমস্যা?
রোগী বলল, ডাক্তার সাহেব, আমি মাথায় ব্যথা পেয়েছি।
ডাক্তার বললেন, আপনি মাথায় ব্যথা পেয়েছেন, কিন্তু পায়ে ব্যান্ডেজ কেন!
রোগী জবাব দিল, ব্যান্ডেজটা মাথাতেই বেঁধেছিলাম, কিন্তু নামতে নামতে পায়ে চলে এসেছে।
এ গল্প শুনে ভরা আড্ডায় সবাই হেসে উঠল শুধু একজন ছাড়া। তার চুল পাকা। চোখে সোনালি ফ্রেমের চশমা। তিনি রম্যলেখককে আলাদা কোনায় নিয়ে গেলেন। বললেন, আপনার গল্পটা তো ভালো। শুনে সবাই হাসলও। কিন্তু আমি তো হাসতে পারলাম না। ব্যাপার কী! আমি বুঝছি না কেন! ধরতে পারছি না কেন! আচ্ছা বলুন তো, রোগী ডাক্তারের কাছে যখন এল ব্যান্ডেজটা তখন তার পায়ে বাঁধা ছিল ?
হ্যাঁ।
আর রোগী বলছে, ব্যথা পেয়েছে সে মাথায় ?
হ্যা।
ব্যান্ডেজটা সে মাথায়ই বেঁধেছিল?
হ্যা।
তাহলে ব্যান্ডেজটা পায়ে গেল কীভাবে?
ওই তো বললাম না! ব্যান্ডেজ আস্তে আস্তে নেমে গেছে পায়ে।
আরও দেখুনঃ আলো অন্ধকারে যাই pdf বই ডাউনলোড আমারও একটা প্রেমকাহিনি আছে pdf বই ডাউনলোড
রম্যলেখক উত্তর দিয়ে গম্ভীর হয়ে রইলেন। হাসির গল্প বলার এটাই নিয়ম। যিনি বলবেন, তিনি থাকবেন গম্ভীর। আর যিনি শুনছেন, তার হাসবার পালা। নাহ, এই পক্বকেশ ভদ্রলোক এবারও হাসতে পারলেন না।
পরদিন তিনি রম্যলেখকের সঙ্গে দেখা করলেন। বললেন, কাল সারারাত আমি আপনার গল্পটা ভেবেছি। কোনো কূলকিনারা করতে পারিনি। আমার মনে হয় গল্পটা আপনি সবটা বলেননি। কিছু কিছু জিনিস গোপন রেখেছেন।
রম্যলেখক বললেন, না না, পুরোটাই বলেছি।
না। তা হতে পারে না। মাথা থেকে একটা ব্যান্ডেজ কীভাবে পা পর্যন্ত নামতে পারে? তা যদি বাস্তবে ঘটেও, তাহলে তো দুপায়ের চারপাশে লুঙ্গির মতো ব্যান্ডেজটা নেমে যাবে। সে হাঁটতে পারবে না। তাই কি হয়েছে ?
না। তা হয়নি।
তাহলে নিশ্চয়ই রোগীর পা ছিল একটা।
না। তার দু’পা-ই ছিল। রম্যলেখক বললেন।
মন খারাপ করে প্রবীণ ভদ্রলোক চলে গেলেন।
গভীর রাতে ফোন এল রম্যলেখকের বাসায়। ভাই, আপনি আমাকে চিনতে পারছেন তো! আমি সেই বুড়োটি। আপনার কৌতুকটি যে ধরতে পারছে না।
নিচে অশ্বডিম্ব pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ছোটগল্প বইয়ের সাইজঃ 6.91 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আনিসুল হক
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now