অমানুষ pdf বই ডাউনলোড । মেয়েটির মধ্যে কিছু-একটা আছে যা পুরুষদের অভিভুত করে দেয়। রূপের বাইরে অন্যকিছু।
অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময়ই বেশ সাধারণ মনে হয়। এই মেয়েটি সেরকম নয়। এবং সে নিজেও তা জানে।
মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন। গালের হাড় উঁচু হয়ে আছে। ছেঅট্ট কপাল কিন্তু তবু কী অদ্ভুত দেখতে! কী মোহময়ী!
তার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা। পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে।
মেয়েটি প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল। তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে কি না। এইজাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না। এদের চোখ সাধারণত ভাবলেশহীন হয়ে থাকে।
‘মামাণি!’
মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে। অ্যানির পায়ে ঘাসের স্লিপার। চলাফেরা নিঃশব্দ।
‘অ্যানি!’
‘কী মামাণি?’
‘তোমাকে বলেীছ না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঢুকবে?’
অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মা’র দিকে তাকিয়ে রইল। মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে। শুধু চোখ দুটি আরো উজ্জ্বল, আরো গম্ভীর।
আরও দেখুনঃ ওমেগা পয়েন্ট pdf বই ডাউনলোড কিছু শৈশব pdf বই ডাউনলোড
‘অ্যানি, তুমি এগারোয় পড়েছ, এখন তেমার অনেক কিছু শিখতে হবে, ঠিক না?’
‘জি, মা।’
‘এখানে আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারতাম। পারতাম না?’
‘পারতে।’
‘আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয়।’
অ্যানির গাল লাল হয়ে উঠল। সে মায়ের দিকে সরাসরি তাকাতে পারল না।
‘কিছু বলবার জন্য এসেছিলে অ্যানি?’
‘হুঁ।’
‘বলে ফ্যালো।’
‘মা, ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না। বড্ড এক একা লাঘে। আমি আবার স্কুলে যেতে চাই।’
‘তুমি তো একা থাকছ না, মিস মারিয়াটা আচেন। আছেন না?’
‘মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না। মা, আমি স্কুলে যেতে চাই।’
‘বললেই তো যেতে পারছ না। তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাব না। যাও, এখন শুয়ে পড়োগে।’
অ্যানি তবুও দাঁড়িয়ে রইল। রুন বড্ড বিরক্ত হলো। তার গলার স্বরে অবিশ্যি সেই বিরক্তি প্রকাশ পেল না।
নিচে অমানুষ pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ উপন্যাস বইয়ের সাইজঃ 4.45 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হুমায়ূন আহমেদ
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now