অপারেশন ইজরায়েল pdf বই ডাউনলোড। গিরিখাদটা অস্বাভাবিক চওড়া; তাসত্ত্বেও উনুন ও মশালে আগুন ধরাবার মুহূর্তটিতে সধবা রমণীদের সুরেলা উলুধ্বনি পাহাড়-প্রাচীরে বাড়ি খেয়ে অদ্ভুত এক অনুরণন তুলল, যাতে একাধারে মিশে আছে তীব্র রোমাঞ্চকর আবেদন, কি জানি কি এক গূঢ় রহস্যের হাতছানি, আর রোমান্টিকতায় ভরপুর গাঢ় মাদকতা। গিরিখাদের ভেতর স্ফটিকস্বচ্ছ ক্ষীণধারা এই নালার পাশে আজকের মত তাঁবু ফেলছে ওরা, নিরন্তর ভ্রমণে ক্লান্ত এক আরব বেদুইন গোষ্ঠি।
ওমানের মাস্কাট থেকে রওনা হয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়েছে পার হয়েছে সুবিশাল সৌদি মরু, ঘুরে এসেছে বাগদাদ ও ইস্পাহান, দিক বদলে জর্দান হয়ে ঢুকেছে ইজরাইল, লেবানন আর সিরিয়ায়। যেখান থেকে রওনা হয় সেটাই ওদের গন্তব্য, ফিরতে কখনও হয়তো বা বছর পার হয়ে যায়। অথচ এই ফেরা না কোনও গৃহকোণে, না কোনও নির্দিষ্ট এলাকায়। কোথা থেকে শুরু, কোথায়ই বা শেষ, ওদের নিজেদেরই তা জানা নেই।
যেখানে ফেরা হয় সেখানে মন টেকে না, কারণ কোথাও ওদের কোন শিকড় নেই। সেজন্যেই ওরা যাযাবর, আরব বেদুইন। ঠিকানা নেই, তবে ঋতু বা মরশুম ধরে একটা হিসাব আছে কোন সময়-সীমার ভেতর কোথায় ওরা থাকবে?
এই সময়সূচী মেনে চলার ওপর নির্ভর করে ওদের ব্যবসার সুনাম। সঙ্গে আছে মাদুলি-কবচ, পশু ও মানুষের মাথার খুলি, গন্ডারের শিং, ঝাঁপির ভেতর কুলোপনা চক্কর নিয়ে কেউটে আর গোক্ষুর, জাদুর কাঠি ও বাঁশি, হাঙ্গরের দাঁত, শিয়ালের পাঁজর, মোষের শিং দিয়ে বানানো শিঙে, সর্বরোগহর গুঁড়ো ভেষজ, দুষ্প্রাপ্য গাছের শিকড় ও পাতা, চন্দন কাঠ, আতর ও নানা রকম সুগন্ধীসহ আরও কত কি।
আরও দেখুনঃ মুন অব ইজরায়েল pdf বই ডাউনলোড দ্য কোয়েস্ট pdf বই ডাউনলোড ধ্বংস পাহাড়, ভারতনাট্যম, স্বর্ণমৃগ pdf বই ডাউনলোড হিমুর দ্বিতীয় প্রহর pdf বই ডাউনলোড
এসব পণ্য, উপকরণ, ঝাড়-ফুঁক ও তুকতাক করবার বিদ্যা বেচেই জীবিকা নির্বাহ করে ওরা। গোটা আরব বিশ্বের ছোট-বড় অসংখ্য শহর-বন্দর ছুয়ে যায় ওদের কাফেলা। পথা চলাই ওদের জীবন, পথেই ওদের সংসার, আয়-রোজগার, বিয়ে-শাদি, বংশবৃদ্ধি, সন্তুান প্রতিপালন আর আনন্দ উৎসব। প্রত্যন্ত অঞ্চলে দুই তিন বছরে একবার হলেও ওদের দেখা মেলে।
উপকার পেয়েছে েএমন খদ্দেররা পথ চেয়ে অপেক্ষায় থাকে কবে নাগাদ আবার আসবে ওরা। ফিরতি পথে সীমান্তরেখা পার হয়ে লেবানন থেকে ইজরায়েলে ঢুকেছে, তারপর চারমাইল হেঁটে নেমে এসেছে গিরিখাদের ভেতর।
নিচে অপারেশন ইজরায়েল pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ উপন্যাস - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 10.8 MB প্রকাশ সালঃ 2003 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন