অটল সিংহাসন, মৃত্যুর ঠিকানা pdf বই ডাউনলোড । যুদ্ধ করছিল রানা। পুবে বেলুচিস্তান ও আফগানিস্তান, পশ্চিমে ইরাক, তুরস্ক এবং পারস্য উপসাগর, উত্তরে কাম্পিয়ান সাগরও তুর্কিস্থান, দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান নদী।
যুদ্ধে হারজত হবেই। একপক্ষ হারছিল, অন্যপক্ষ প্রবল হয়ে উঠছিল। শীতে বরফের বুচি আর গ্রীষ্মে আগুনের হলকা বর্তিত হয়ে। আজব এ্ দেশ। উত্তরাঞ্চলের প্রচণ্ড প্রাতা গরমের, মানুষ টিকতে পারে না। দক্ষিণাঞ্চলে শীতের জুলুমে মানুষ পালায়।
জেগে উঠছিল রানা। হেরে গিয়ে পালাচ্ছিল ঘুম।
অমর কবি ফেরদৌসি। অমর তাঁর নাম শাহনামা। চির উজ্জ্বল স্বর্ণালি-স্মৃতি পরস্যের।
জেগে উঠেছের রানা। লাত একটা বেজে দশ। মহাশূন্যের অনিশ্চয়তা কাটিয়ে মাঠি স্পর্শ করছে বোয়িং-এর চাকা।
পেট্রোলের ঝাঁঝ ঢুকল নাকে। এয়ারফিল্ড উত্তপ্ত হয়ে রয়েছে মধ্যরাত্রি পেরিয়ে যাবার পরও। রানওয়ের সীশানায় নীল বালবগুলো খোশআমদেদ জানাচ্ছে। রানা লক্ষ করল প্রতিটি বালবের নিচে পেট্রল ল্যাম্প বসানো। ঢাকার কথঅ মনে পড়ে গেল। ঢাকার ইলৈকট্রিসিটি সাপ্লাই কর্তৃপক্ষ খামখেয়ালি করতে অভ্যস্ত। কিন্তু ইরানে যেমন পাট নেই, পূর্ব বাংলায় তেমনি পেট্রল নেই।
মেইন এয়ারপোর্ট বিল্ডিঙের সামনে দাঁড়িয়েছে প্রকাণ্ড 707 কয়েকটা প্লেন দেখা যাচ্ছে আরও। পি.আই.এ-র, এয়ার ইন্ডিয়র একটা করে বোয়িং একটা SAS Coronado, কয়েকটা অ্যান্টিক ডাকোটাও। ডাকোটাগুলো গায়ে বিভিন্ন মিডল-ঈস্টার্ন লাইন্সের ছাপ।
আরও দেখুনঃ শত্রু ভয়ঙ্কর pdf বই ডাউনলোড শিশুর বুদ্ধি ও স্মরণশক্তি কিভাবে ধারালো করা যাবে pdf বই
ফুটবলের মত গোলমুখী স্টুয়ার্ডেসের পিছন পিছন প্যাসেঞ্জাররা এগাল ছড়িয়ে ছিটিয়ে।
এদিক-ওদিক তাকাল রানা।
কেউ অপেক্ষা করছে বলে মনে হলো না।এয়ারপোর্টে থাকার কথা ছিল ‘একজনের’। অবজারভেশন ব্যালকনি খালি। বড় লিউমিনাস ঘড়ি বলছে একটা পনেরো। নিউ ইয়র্কে চারটে আঠারো, ভাবল রানা। এখন ওর থাকার কথা নিউ ইয়র্কে হোটেল একসেলসিয়রের এয়ারকন্ডিশন সুইটের নরম বিছানায়।
কাঁচ ঘেরা গলি দিয়ে প্যাসেঞ্জার কিউবিকলে ঢুকল। কাঁচ ঘরে ভুরু নাচিয়ে নাচিয়ে একজন ইরানিয়ান অফিসার ফরেন পাসপোর্ট পরীক্ষা করছে। রানারটা ডিপ্লোম্যাটিক। তার মানে লাইন দিতে হবে না ওকে। পাকানো গোঁফঅলা ছোটখাট অন্য একজন অফিসার রানার জন্যে। ভেতরের ভেতরে কৌতূহল ছট্ফট্ কররেছ লোকটা আমেরিকান পাসপোর্ট, নাম মাসুদ রানা-অসংখ্য প্রশ্ন অফিসারের মনে। কিন্তু সামেলে রাখল নিজেকে। মৃদু গলায় জিজ্ঞেস করল, ‘গাড়ি দাকরার, স্যার?’
ইংরেজীকে বদলে ইংরেজীতেই উত্তর দিলি রানা, ‘থ্যাঙ্ক ইউ, ট্যাক্সি উইল বিফাইন।
নিচে অটল সিংহাসন, মৃত্যুর ঠিকানা pdf বই এর স্ক্রিনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সেবা প্রকাশনী বইয়ের ধরণঃ এডভেঞ্চার - মাসুদ রানা সিরিজ বইয়ের সাইজঃ 10.4 MB প্রকাশ সালঃ 1971 ইং বইয়ের লেখকঃ কাজী আনোয়ার হোসেন
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
বই ডাউনলোড করতে কোন সমস্যা হলে অথবা নতুন কোন বইয়ের জন্য রিকুয়েস্ট করতে আমাদের Facebook Page অথবা Facebook Group এ জয়েন করুন